‘মন্ত্রীত্ব ছাড়লেও, দল তো ছাড়েনি শুভেন্দু’, আশায় বুক বেঁধে রয়েছেন সৌগত রায়

বাংলাহান্ট ডেস্কঃ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দুপুরে মন্ত্রীত্ব ছাড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (suvendu adhikary)। বাংলার রাজনীতিতে তাঁর দলবদলের জল্পনা আরও জোরালো হলেও, এখনও আশার আলো দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় (saugata roy)।

বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। বর্তমান সময়ে রাজনীতিতে তাঁর অবস্থান কোথায়, তা নিয়েও উঠেছিল নানান প্রশ্ন। তৃণমূল দলে থেকেও, দলের সঙ্গে ছিল না তাঁর কোন যোগাযোগ। দলীয় বৈঠক, সভায় অংশগ্রহণ না করে, নিজের মত করেই ‘দাদার অনুগামী’ ব্যানারে সভা করতেন শুভেন্দু অধিকারী। সেখানে থাকত না দলীয় পতাকা, নিতেন না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর নামও।

sugata roy 1200

মন্ত্রীত্ব সহ সকল পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে প্রথমে HRBC-র চেয়ারম্যান পদ ত্যাগ করলেন। তারপর শুক্রবার সকালে জেড ক্যাটেগরির নিরাপত্তা এবং সঙ্গী পাইলট কার ও এসকর্ট গাড়িও ত্যাগ করেছিলেন। ধীরে ধীরে দুপুর গড়াতেই নিজের মন্ত্রীত্ব ছাড়ার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্যপালকে। এরপর দুপুরের পরের ভাগে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়ে দেন শুভেন্দু।

আশার আলো দেখছেন সৌগত রায়
এতকিছুর পর তাঁর কাছে শুধুমাত্র রয়েছে সাধারণ বিধায়কের পদ। কিন্তু তাও আশার একটা ক্ষীণ আলো দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, ‘মন্ত্রীত্ব ছাড়লেও, শুভেন্দু কিন্তু এখনও দল ছাড়েননি। মন্ত্রীত্ব ছাড়ার বিষয়টা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় এখনও শুভেন্দু দলেই থাকবেন, দল ছেড়ে যাবেন না। এখনও সব শেষ হয়ে যায়নি, আলোচনার পথ এখনও খোলা’।


Smita Hari

সম্পর্কিত খবর