ইন্টারভিউ হলেও, করা যাবে না নিয়োগ- জট না কাটায়, উচ্চ প্রাথমিকে নির্দেশ হাই কোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ কিছুতেই কাটছে না উচ্চ প্রাথমিকের (upper primary) নিয়োগ প্রক্রিয়ার জোট। ফের একবার রায় দিল কলকাতা হাই কোর্টের (kolkata high court) ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে ইন্টারভিউ নেওয়া যাবে। কিন্তু নিয়োগ করা যাবে না।

ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ইন্টারভিউয়ের পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেলে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে একটি তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকা আদালতের কাছে জমাও দিতে হবে। তবে নিয়োগ এখন সম্ভব নয়, আদালতের নির্দেশ মেনে পরবর্তীতে করতে হবে। আর যাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ রয়েছে, ৩১ শে জুলাইয়ের মধ্যে কমিশনের কাছে তাঁদের অভিযোগ পত্র জমা দিতে হবে।

1 82

বহুদিন ধরে স্থগিত থাকার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করার পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তোলেন প্রার্থীরা। তাঁদের দাবী ছিল, কম নম্বর পেয়েও অনেকের নাম সেই তালিকায় দেখা গেলেও, বেশি নম্বর প্রাপ্তদের নাম সেই তালিকায় ওঠে নি।

প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট পূর্বেরকার মেধাতালিকায় স্থগিতাদেশ জারি করে, নতুন করে নাম নম্বর সহ ইন্টারভিউ যোগ্য প্রার্থীদের তালিকা এবং পাশাপাশি যাদের নাম ইন্টারভিউ তালিকায় ওঠেনি, তাঁদের নামের তালিকাও প্রকাশ করে। এই তালিকাকে সবুজ সংকেত দিলেও, আবারও তাতে অস্বচ্ছতার দাবি তোলে প্রার্থীরা। যার কারণেই আবারও ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে ইন্টারভিউ নেওয়ার অনুমতি দিলেও, নিয়োগ পদ্ধতিতে স্থগিতেদেশ জারি করা হয়।

Smita Hari

সম্পর্কিত খবর