বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে ছিলেন বাংলায় তৃণমূলের ভোটকুশলী। তারপর তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হলেও, বর্তমানে কংগ্রেসের সমস্যার মূল কারণ হিসেবে রাহুল গান্ধীকেই (rahul gandhi) চিহ্নিত করলেন প্রশান্ত কিশোর (prashant kishor)।
আগামী কয়েক দশক বিজেপি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বলেই মনে করেন প্রশান্ত কিশোর। কিন্তু এই বিষয়ে রাহুল গান্ধীর ভুল ভাবনাকে ধরিয়ে দিয়ে তিনি বলেন, ‘রাহুল গান্ধী মনে করেন, মানুষ ঠিকই মোদীজিকে সরিয়ে দেবে। কিন্তু এই ভাবনা তাঁর একদমই ঠিক নয়। যদি কখনই আপনি প্রতিপক্ষের সঙ্গে শক্তিপরীক্ষা নাই করেন, তাহলে তাঁর শক্তি সম্পর্কে কোন ধারণাই হবে না আপনার’।
দেশের কেন্দ্রে মোদীজি না থাকলেও, বিজেপি কোথাও যাচ্ছে না বলেই মনে করেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, ‘স্বাধীনতার পর ৪০ বছর যেভাবে দেশের কেন্দ্রে কংগ্রেস ছিল, তেমনই আগামী কয়েক দশক ধরে বিজেপি থাকবে। তাঁরা জিতুক বা হারুক, ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলেই সহজে যাবে না তাঁরা। তবে মানুষ যদি এবার মোদীজিকে সরিয়েও দেয়, তাহলেও বিজেপি কোথাও যাবে না। এখানেই থাকবে আর পরবর্তী কয়েক দশক ধরে থাকবে’।
প্রশান্ত কিশোরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘যে বেশি টাকা দেয়, উনি তাঁর হয়েই কাজ করেন। আগে মোদীর হয়ে করেছেন আর এখন মমতার হয়ে ভোট করছেন। আজ যখন একদিকে সব বিরোধী দলগুলো একজোট হচ্ছে, উনি তখন তার বিরোধিতা করে বিজেপির গুণগান গাইছেন। বিজেপির থেকে নতুন করে টাকা নিয়ে বলছেন, মোদীকে সরানো যাবে না। বিজেপিকে ভালো জায়গা করে দিচ্ছেন’।
Eventually, Prashant Kishor acknowledged that BJP will continue to be a force to reckon with in Indian politics for decades to come.
That's what @amitshai Ji declared way too earlier. pic.twitter.com/wqrqC3xzaZ— Ajay Sehrawat (@IamAjaySehrawat) October 28, 2021
অন্যদিকে পিকের মন্তব্যের বিষয়ে বিজেপিতে দিল্লীর মুখপাত্র অজয় শাহরাওয়াত ট্যুইটে লেখেন, ‘অবশেষে প্রশান্ত কিশোর স্বীকার করলেন, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতিতে বিজেপিই থাকছে। একথা অনেক আগেই অমিত শাহজি বলেছিলেন’।