1990 সালের 8 ই জুলাই সৌরভ গাঙ্গুলী 18 বছরে পা দিয়েছিলেন। কিন্তু তার 18 বছরের জন্মদিনের আগেই তিনি রঞ্জি চাম্পিয়ন হয়ে গিয়েছিলেন। এছাড়াও লর্ডসে অভিষেক টেস্ট ম্যাচে নজর করার পর সৌরভ গাঙ্গুলীর 1996 সালের 8 ই জুলাই চব্বিশ বছরের জন্মদিন এসেছিল। এছাড়াও 2000 সালে 8 ই জুলাই সৌরভ গাঙ্গুলীর 28 বছরের জন্মদিন ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় জন্মদিন কারণ তখন তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে গিয়েছিলেন।
এছাড়াও 2016 সালে সৌরভ গাঙ্গুলীর 44 বছরের জন্মদিনে তিনি তখন সিএবি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। আর আজ 2020 সালে সৌরভ গাঙ্গুলীর 48 বছরের জন্মদিন সৌরভ গাঙ্গুলীর জীবনের অন্যতম স্মরণীয় জন্মদিন। কারণ এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অর্থাৎ এটাই বলা যায় যে আগামী বছর জন্মদিনে সৌরভ গাঙ্গুলীকে যে অন্য কোন বড় মঞ্চে দেখা যাবে না তা বলা খুবই মুশকিল।
এই মুহূর্তে চরম জল্পনা চলছে যে ক্রিকেটের 22 গজ থেকে কি সরাসরি রাজনীতিতে পা রাখতে পারেন সৌরভ গাঙ্গুলী? এই মুহূর্তে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপির এই রাজ্যে সংগঠন থাকলেও তেমন ভাবে কোন মুখ্যমন্ত্রীর মুখ গড়ে ওঠেনি। সেই কারণে মনে করা হচ্ছে বিজেপি সৌরভ গাঙ্গুলীকে তাদের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে জোর টক্কর দিতে চলেছেন। এতদিন পর্যন্ত এই নিয়ে জল্পনা থাকলেও জন্মদিনে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী কথায় এই জল্পনা আরও অনেক বেশি বেড়ে গেল। কারণ এইদিন ডোনা গাঙ্গুলী বলেছেন সৌরভ রাজনীতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো চিন্তা-ভাবনা করেননি। তবে আমার মনে হয় ও যেই পিচে খেলুক না কেন সেখানেই সেরার শিরোপা অর্জন করবে। ছোট থেকে শুরু করলেও শেষ করবে সেরার শিরোপা নিয়ে। আর ডোনা গাঙ্গুলীর এই কথা দাদার রাজনীতিতে প্রবেশের জল্পনা যেন আরো উসকে দিল।