ব্যাঙ্ক ঝাঁপ বন্ধ করে ব্যবসা গুঁটিয়ে নিয়ে গেলেও ক্ষতি হবে না গ্রাহকদের, মোদী সরকার দেবে টাকা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ব্যাঙ্ক (bank) বন্ধ হয়ে গেলেও বিমা (insurance) বাবদ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাবেন আমানতকারীরা, এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। যার ফলে সুরক্ষিত থাকবে ৯৮.৩ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এমনই এক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সাংবাদিক সম্মেল‌নে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার বলেন, ‘সাধারণ ভাবে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার পর বিমার টাকা পেতে আমানতকারীদের প্রায় ৮ থেকে ১০ বছর সময় লেগে যায়। কিন্তু এবার থেকে আর এরকমটা হবে না। ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যেই টাকা পাবেন আমানতকারীরা। যার ফলে এবার থেকে কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা’।

তিনি আরও জানান, ‘DICGC Bill 2021 পাস হয়ে গিয়েছে মন্ত্রীসভায়। ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) আইনের সংশোধনী নয়া নিয়মের আয়ত্তায় থাকবে সব ব্যাঙ্ক। সেইসঙ্গে এই বিমার আয়ত্তায় পড়বেন বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকের ভারতীয় শাখার আমানতকারীরা। তবে এই নিয়ম মোতাবেক এবার থেকে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাবেন গ্রাহক’।

প্রসঙ্গত, পূর্বে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল, গ্রাহকরা বিমা বাবদ ১ লক্ষ টাকা করে পেতেন। তবে বর্তমানে সেই পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এই সিদ্ধান্তের ফলে পাঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় (PMC) ব্যাংক, ইয়েস ব্যাঙ্ক এবং লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের মত যে সমস্ত ব্যাঙ্ক গুলো লোকসানে চলছে, তাঁদের কিছুটা উপকার হবে।

X