সাবধান হয়ে যান গাড়ি ও বাইক চালকরা! এবার সমস্ত কাগজ ঠিক থাকলেও দিতে হবে ২ হাজার টাকার ফাইন

বাংলা হান্ট ডেস্ক: এবার রাস্তায় গাড়ি কিংবা বাইক নিয়ে বেরোলেই জরিমানা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ইতিমধ্যেই নতুন ট্রাফিক নিয়ম অনুসারে জানা গিয়েছে যে, আপনার গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও ২,০০০ টাকার জরিমানা হতে পারে। তবে, কেন এই জরিমানা নেওয়া হবে সেই প্রসঙ্গটিই বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল বর্তমান প্রতিবেদনে।

মূলত, মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে, আপনি যদি আপনার গাড়ির কাগজপত্র পরীক্ষা করার সময় কোনো একজন ট্রাফিক পুলিশ সদস্যের সাথে খারাপ ব্যবহার করেন সেক্ষেত্রে 179 MVA নিয়ম অনুযায়ী, আপনার ২,০০০ টাকার জরিমানা হতে পারে। এমনিতেই, বিভিন্ন সময় দেখা গেছে যে, গাড়ির কাগজপত্র দেখতে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কিছু মানুষ। এমতাবস্থায়, ট্রাফিক পুলিশদের সাথে কখনোই তর্কে জড়াবেন না। অপরদিকে, কোনো পুলিশকর্মী যদি আপনার সাথে দুর্ব্যবহার করেন তবে আপনি এই বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি, মামলাটি আদালত পর্যন্ত নিয়ে যেতে পারেন।

এখন হেলমেট পরলেও ২,০০০ টাকার চালান কাটা যাবে:
নতুন ট্রাফিক নিয়ম অনুযায়ী, আপনি হেলমেট পরলেও ২,০০০ টাকার চালান কাটা সম্ভবপর হবে। কারণ, মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে, আপনি যদি মোটর সাইকেল অথবা স্কুটার চালানোর সময় হেলমেট স্ট্রিপ না পরে থাকেন, তাহলে 194D MVA নিয়ম অনুযায়ী আপনার কাছ থেকে ১,০০০ টাকার চালান এবং আপনি যদি একটি ত্রুটিপূর্ণ হেলমেট (BIS ছাড়া) পরে থাকেন তাহলে আরও ১,০০০ টাকা জরিমানা করা হবে। এমতাবস্থায়, হেলমেট পরা সত্ত্বেও, নতুন নিয়ম না মানলে আপনাকে ২,০০০ টাকার চালানের সম্মুখীন হতে হবে।

চালান কাটা হয়েছে কি না তা কিভাবে জানবেন?
আপনার আদৌ কোনো চালান কাটা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে প্রথমে https://echallan.parivahan.gov.in-এই ওয়েবসাইটে যান। সেখানে চেক চালান স্ট্যাটাস বিকল্পটি নির্বাচন করুন। তারপর আপনি সেখানে চালান নম্বর, ভেহিক্যাল নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বরের (DL) বিকল্প পাবেন। আপনাকে ভেহিক্যাল নম্বরের বিকল্পটি নির্বাচন করতে হবে। তারপরে প্রয়োজনীয় তথ্য পূরণ করে “Get Details”-এ ক্লিক করতে হবে। তারপরেই আপনি চালানের স্ট্যাটাস দেখতে পারবেন।

962486 traffic rule news

কিভাবে অনলাইনে ট্রাফিক চালান জমা করবেন:
অনলাইন মারফত নির্ধারিত চালান জমা দেওয়ার জন্য আপনাকে https://echallan.parivahan.gov.in/-এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখানে চালান সম্পর্কিত প্রয়োজনীয় বিবরণ এবং ক্যাপচা পূরণ করে “Get Details”-এ ক্লিক করুন। তারপর সেখানে একটি নতুন পেজ খুলবে, যেখানে চালানের বিশদ বিবরণ দেওয়া থাকবে। এমতাবস্থায়, আপনি যে চালানটি জমা দিতে চান তা খুঁজে নিন। এরপর চালান সহ অনলাইন পেমেন্ট অপশন আসবে, তাতে ক্লিক করুন। সেখানে পেমেন্ট সম্পর্কিত তথ্য পূরণ করুন। আর এভাবেই পেমেন্টের মাধ্যমে আপনি আপনার অনলাইন চালান জমা করতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর