বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে চর্চার শীর্ষে রয়েছে আফগানিস্তান (Afghanistan), আর সেদেশের তালিবান (Taliban) রাজ। অল্প সময়ের মধ্যেই কিভাবে তালিবানরা গোটা আফগানিস্তান কবজা করে ফেলল, সেই দ্বন্ধই এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। মূলত, মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর থেকে তালিবানদের ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ বারবার উঠে এলেও, এবার এক নতুন বিষয় সামনে এসেছে।
আফগানিস্তানের এই পরিণতির জন্য আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকেই (ashraf ghani) সম্প্রতি দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। কিন্তু বর্তমান সময়ে তাঁদের মধ্যেকার এক ফোন কল প্রকাশ্যে আসায়, বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।
এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবী, আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকে গত ২৩ শে জুলাই শেষবারের মত ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই তাঁদের মধ্যেকার শেষ কথোপকথন। প্রায় ১৫ মিনিট মত কথা হয়েছিল তাঁদের মধ্যে। তাঁর তাঁদের এই কথোপোকথনই বর্তমানে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
ওই আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবী, সেদিন ফোন মারফত গনিকে কিছু পরামর্শ দিয়েছিলেন বাইডেন। বাইডেন বলেছিলেন, এই যুদ্ধে যদি তালিবানদের কাছে আফগান সেনারা হেরেও যায়, তাহলে তা আফগানবাসীদের কাছে স্বীকার করা যাবে না। তাঁদের বোঝাতে হবে আফগানরাই জিতেছে এবং মার্কিন সেনা তাঁদের পাশে আছে। পাশাপাশি গনির চাওয়া সাহায্যের প্রতিশ্রুতি রাখবেন বলেও জানিয়েছিলেন বাইডেন।
বিষয়টা হল, বাইডেন ধারণা করেছিলেন, মার্কিন সেনার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সেনারা তালিবানদের হারিয়ে দিতে পারবে। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটল। চুক্তি মাফিক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করতেই, ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে থাকে তালিবানরা। আর এইভাবে গনিকে সরিয়ে ১৫ ই আগস্ট কাবুল দখল করে নেয় তারা।