বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) প্রথম দফার নির্বাচন (election) শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ২৭ শে মার্চ থেকেই। আর এই প্রথম দফার নির্বাচনের প্রচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছে। এবার শুধু বাকি ভোট পর্ব। ঠিক যেন প্রস্তুতি শেষে পরীক্ষা দেবার অপেক্ষা। তবে পরীক্ষা দিতে গেলে যেমন অ্যাডমিট কার্ডের প্রয়োজন, তেমন ভোট দেওয়ার জন্যও জরুরী হল ভোটার কার্ড। তবে আপনি ভোটার কার্ড ছাড়াও এবারে ভোট দিতে পারবেন।
শুনে অবাক হচ্ছেন? না ঠিকই শুনেছেন আপনি। এবারের বিধানসভা নির্বাচনে আপনি আপনার ভোটার কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন। তার জন্য আপনাকে অন্য নথি বা পরিচয় প্রমাণ পত্র দেখাতে হবে। জেনে নিন ভোটার কার্ড ব্যাতীত আর অন্য কোন নথি দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন।
আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলেও আপনি সেই নথি দেখিয়ে ভোট দিতে পারবেন।
কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দেওয়া ছবি সহ পরিচয়পত্র এবং সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্যের দেওযা সরকারি পরিচয়পত্র দেখিয়েও ভোট দেওয়া যাবে।
শ্রম মন্ত্রকের দেওয়া হেলথ স্মার্টকার্ড, MNREGA প্রদত্ত জব কার্ড, NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ড দেখিয়েও ভোট দিতে পারবেন আপনি।
এছাড়াও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক এবং পেনশনের কাগজে যদি ছবি লাগানো সেই নথি দেখিয়েও আপনি ভোট দিতে পারবেন।
অর্থাৎ ভোটার কার্ড ছাড়াও এই সকল পরিচয় পত্র দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন।