এবার ঘুম উড়বে বিপক্ষের! কোহলির থেকেও বিধ্বংসী খেলোয়াড় এন্ট্রি নিচ্ছেন টিম ইন্ডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে একাধিক তরুণ খেলোয়াড় ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) অন্যতম ভরসা হয়ে উঠছেন। পাশাপাশি, তাঁদেরকে দেওয়া হচ্ছে যথোপযুক্ত সুযোগও। এদিকে, গত রবিবার ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে। হায়দ্রাবাদের সম্পন্ন হওয়া ওই টেস্টে ২৮ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। পাশাপাশি, পরবর্তী টেস্ট ম্যাচটি আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে।

এদিকে, ভারত “A” এবং ইংল্যান্ড লায়ন্সের সাথে চলা চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার এক তরুণ খেলোয়াড় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। শুধু তাই নয়, তাঁর ব্যাটিং দক্ষতা প্রত্যক্ষ করে অনেকেই তাঁকে পরবর্তী বিরাট কোহলি হিসেবে বিবেচিত করছেন। এছাড়াও, ওই বিধ্বংসী ব্যাটারের খুব শীঘ্রই টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্তি ঘটতে পারে বলে আশাবাদী ভক্তরা।

Even more devastating player than Kohli is taking entry in Team India

হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা ভারতীয় তরুণ ব্যাটার সরফরাজ খানের বিষয়েই বলছি। ভারত A এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যে চলা দ্বিতীয় চারদিনের ম্যাচে তিনি দাপটের সাথে ব্যাট করেছেন। শুধু তাই নয়, ১৬০ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। এই ইনিংসটি খেলার সময়ে তিনি ১৮ টি চার ও ৫ টি ছক্কা মারেন।

আরও পড়ুন: ধনী ব্যক্তিদের তালিকায় স্থানচ্যুত মাস্ক! বাজিমাত এই ধনকুবেরের, কত নম্বরে আদানি-আম্বানি?

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রথম শ্রেণির ক্রিকেটের নিরিখে এই তরুণ ব্যাটারের পরিসংখ্যান রীতিমতো অবাক করে দেবে। ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ইতিমধ্যেই সরফরাজ খান ৪৫ টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ৬৬ ইনিংসে করেছেন ৩,৯১২ রান।

আরও পড়ুন: কথামতো মাইলেজ দেয়নি গাড়ি, মারুতির বিরুদ্ধে মামলা মালিকের! মিলল এত টাকা ক্ষতিপূরণ

যেখানে তাঁর গড় হল ৬৯.৮৫। পাশাপাশি, রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ১১ টি হাফ সেঞ্চুরিও। শুধু তাই নয়, ৩০১ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডও গড়েছেন তিনি। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে তাঁর দলে অন্তর্ভুক্তির বিষয়ে জোর আলোচনা চলছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর