ODI বিশ্বকাপের আগে এমন চমকপ্রদ কাজ জয় শাহের! মুগ্ধ হয়ে প্রশংসা করলেন পাকিস্তান সমর্থকরাও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নির্ধারিত হয়ে গিয়েছে বিশ্বকাপের যাবতীয় সময় সূচি। আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) আয়োজিত হবে ৫ ই অক্টোবর। টুর্নামেন্টটি চলবে ৪৬ দিন অবধি। বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ভারতের আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যাবতীয় সূচি এবং ম্যাচগুলোর ভেন্যু নির্ধারিত করেছে। ক্রিকেট সমর্থকদের বহুল আকাঙ্খিত ভারত এবং পাকিস্তান দ্বৈরথ হবে ১৫ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

যদিও পাকিস্তান বিভিন্ন সময়ে নানান রকম অনুরোধ করেছিল তাদের ম্যাচগুলি নিয়ে। বেশ কয়েকটি ক্ষেত্রে নিজের দলের ম্যাচগুলির ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল আইসিসির কাছে। কিন্তু মুম্বাইয়ে ম্যাচ না খেলার অনুরোধ বাদে তাদের আর কোনও অনুরোধই মানেনি আইসিসি। আহমেদাবাদ ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েও তাদের আপত্তি ছিল। কিন্তু সেই সব অনুরোধ ধোপে টেকেনি।

তা সত্ত্বেও পাকিস্তানি কিছু ক্রিকেট সমর্থকের মুখে শোনা গেয়েছে জয় শাহর (Jay Shah) প্রশংসা। তিনি এই বিশ্বকাপ আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বেশ অভিনব উপায় এবারের বিশ্বকাপের ট্রফি উন্মোচনের পর সেটি সারা বিশ্বের এমন অনেক দেশেও ঘুরবে যেগুলি ক্রিকেট খেলার ক্ষেত্রে প্রথম সারির দেশ হিসেবে গণ্য হয় না।

কিন্তু পাকিস্তানের সমর্থকরা জয় শাহর প্রশংসা করছেন কেন। আসলে বিশ্বকাপ ট্রফির এই বিস্তারিত বিবরণ সম্পর্কিত একটি ভিডিও জয় শাহ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে পাকিস্তানকেও জায়গা দেওয়া হয়েছে এবং তাদের ‘সালাম’ জানানো হয়েছে। ঠিক একইভাবে প্রতিটি দেশকে তাদের পরিচিত ঢঙয়ে সংবর্ধনা জানানো হয়েছে ওই ভিডিওতে। আর এই ঘটনাটাই খুশি করেছ পাকিস্তানি সমর্থকদের।

ভারতের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে চলা সবকটি দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।। তিনি বাকি দেশগুলোর কাছে কথা দিয়েছেন যে এইবারে টুর্নামেন্ট এমন ভাবে আয়োজিত হবে যা সকলের মনে থেকে যাবে চিরদিন। বিশ্বকাপকে সাফল্যমন্ডিত করে দেয়ার জন্য পাকিস্তান সহ বাকি সকল দেশের সহযোগিতা কামনা করেছেন জয় শাহ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর