“মোদীজিও বলেছেন, এটা শুধু এবার বড়ই হবে”, সকলকে চমকে দেওয়া মন্তব্য নীতা আম্বানির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের প্রসারের উদ্যোগে আরম্ভ হয়েছে মেজর লিগ ক্রিকেট (MLC)। মোট ছয়টি দল সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তার মধ্যে তিনটি দলের মালিকই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) বিখ্যাত কিছু দলের মালিক। ইতিমধ্যে ওই লিগে আটটি ম্যাচ হয়ে গিয়েছে এবং সেই প্রতিযোগিতা নিয়ে বেশ ইতিবাচক সারা পাওয়া যাচ্ছে বলে উদ্যোক্তারা দাবি করেছেন।

এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক এবং জনপ্রিয় শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি। মেজর লিগ ক্রিকেটেও তিনি একটি দলের মালিক। সেই দলের নাম হলো এমআই নিউ ইয়র্ক। অনেক পরিকল্পনা করে নিজেদের দলটি তৈরি করেছেন মিসেস আম্বানি।

আম্বানিদের এই দলে কায়রণ পোলার্ড, রশিদ খান, কাগিসো রাবাদা, নিকোলাস পুরানের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। ফলে দলটি যে খাতায়-কলমে অনেক শক্তিশালী তা আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা পোলার্ড মেজর লিগ ক্রিকেটের এই দলটির অধিনায়কত্বের দায়িত্বে আছেন।

সম্প্রতি এই লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বক্তব্যে টেনে এনেছেন নীতা আম্বানি। তিনি জবাব দিতে গিয়ে বলেছেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হোয়াইট হাউজে বক্তব্য রাখতে গিয়ে ক্রিকেট নিয়ে কথা বলেছেন। এই খেলাটা এখানে প্রতিষ্ঠিত হতে এবং আরও সমৃদ্ধ হতেই এসেছে। ধীরে ধীরে খেলাটার জনপ্রিয় আরও বাড়বে।”

৩ রাউন্ডের শেষে এই মুহূর্তে এমএলসি-তে সবচেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের অংশ টেক্সাস সুপার কিংস। এই দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন বর্তমানে আরসিবির অধিনায়ক এবং পূর্বে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলা ফ্যাফ দু প্লেসিস। তিনি ছাড়া ওর ডেভান কনওয়ে, ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটাররা এই দলের অংশ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর