ধোনির শিষ্য ও IPL ফাইনালের হিরো সুদর্শনের ব্যাটে ভর করে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ইমার্জিং এশিয়া কাপে আজ ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুই দলই আজ অবধি অপরাজিত ছিল আজকের আগে অবধি গ্রূপ পর্বে। নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছিল দুই পক্ষই। আজ লড়াই ছিল গ্রুপের শীর্ষস্থান দখল করার। আর সেই লড়াইয়ে পাকিস্তানের ছোটদের টেক্কা দিল ভারত।

গত মরশুমে ধোনির চেন্নাই সুপার কিংস দলে খেলা এবং গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা রাজ্যবর্ধন হাঙ্গেরেকর আজকেও জ্বলে ওঠেন। মহারাষ্ট্রের তরুণ প্রতিভা আজ বল হাতে ধোনির কাছ থেকে গত কয়েক মাসে যা যা শিক্ষা পেয়েছেন সমস্ত কিছুই কাজে লাগিয়ে দিয়েছেন। নতুন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার পাশাপাশি ডেথ ওভারেও অসাধারণ বোলিং করেছেন তিনি।

rajyabardhan vs pakistan

পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেন কোয়াসিম আক্রম (৪৮)। কিন্তু রাজ্যবর্ধনের ফাইফার (৫/৪২) পাকিস্তানকে মাত্র ২০৫ রানে আটকে দেয়। ৫০ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হয় তারা। ৪৮ ওভারে অলআউট হয়ে যায় তারা। এছাড়া ৩ উইকেট নেন মানব সুথার। উইকেট নেওয়ার পাশাপাশি কৃপণ বোলিংও করেন তিনি।

এরপর রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা এবং আইপিএল ফাইনালে অসাধারণ ব্যাটিং করা সাই সুদর্শন। এর পাশাপাশি নিকিন জোস ৫৩ রানের একটি ইনিংস খেলেন। শেষ থেকে ১৯ বলে ২১ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন অধিনায়ক যশ ধুল।

শেষপর্যন্ত ১১০ বলে ১০৪ রানের একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন সাই সুদর্শন। যশ ধুল-এর অধিনায়কত্ব আজকের পর বেশ প্রশংসিত হয়েছে। প্রেমদাসা স্টেডিয়ামে যেভাবে তিনি নিজের বোলারদের ব্যবহার করেছেন তা অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের কাছ থেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর