বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে টেস্ট ও ওয়ান ডে সিরিজে বিশ্ৰী হারের মুখে পড়তে হয়েছিল। তারপর থেকেই নির্বাচকরা দলে বেশ কিছু রদবদল করেছেন। তার ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। এরপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে জয় পেয়েছিল রোহিত শর্মারা। সাম্প্রতিক ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে হারতে হলেও ভালো পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। বছরের শুরুর দিকেই কিছু অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়কে টেস্ট দল থেকে বাদ দেওয়ার আশঙ্কা বাস্তবায়িত করেছিলেন নির্বাচকরা। অনেক নতুন খেলোয়াড়ও দলে এসেছেন। কিন্তু এর মধ্যে কিছু তারকা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ফিরে এসেছেন কিন্তু ফিরতে পারেননি অভিজ্ঞ পেসার রোহিত শর্মা।
বেশ কিছুদিন হলো ইশান্ত শর্মার নাম আর ভারতীয় দলের জন্য বিবেচনা করা হয় না। এখন ভারতীয় দলের দুই মুখ্য পেসার হলেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। এরপরে দলে আরও পেসার অন্তর্ভুক্ত করতে হলে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরের কথা বিবেচনা করেন নির্বাচকরা। ইশান্ত শর্মা যিনি গতবছরও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন, চলতি বছরে তিনি পুরোপুরি ব্রাত্য।
গতবছরের শেষদিকেই বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর এসেছিল যে ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মার কেরিয়ার এখন শেষ বলেই ধরে নেওয়া যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শুরুতে টেস্ট সিরিজের একটি ম্যাচেও সুযোগ পাননি তারকা পেসার। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের কেরিয়ার ধীরে ধীরে শেষ হওয়ার দিকে এগোচ্ছিল। আগে থেকেই এটা নিশ্চিত ছিল যে ইশান্ত নির্বাচকদের প্রথম পছন্দ নন। কোহলি জমানার পরিবর্তন হয়ে রোহিত জমানা এলেও সেই মনোভাবে কোনও পরিবর্তন হয়নি।
ইশান্ত শর্মা ভারতীয় দলের ১১তম ক্রিকেটার যিনি দেশের জার্সিতে ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন। এখনও পর্যন্ত মাত্র ১২ জন ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন। মোট ১০৫ টি টেস্ট ম্যাচ খেলে ৩১১ টি টেস্ট উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ধোনির নেতৃত্বে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন এই দীর্ঘদেহী পেসার, যা তার কেরিয়ারের সেরা পারফরম্যান্স।