দোল-হোলি ভালো কাটলেও, সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

বাংলাহান্ট ডেস্কঃ দোলের দিন আবহাওয়া ভালো থাকলেও কিন্তু সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা জানান দিল আবহাওয়া অফিস (Weather Office)। দোলে কলকাতাবাসী (Kolkata) আবিরের রঙে মেতে উঠেছিল। হোলির দিনও চলবে সেই রোদ ঝলমলে পরিস্কার আকাশ। ফলে দোলের পর হোলিতেও জমিয়ে আনন্দ করতে পারবেন বঙ্গবাসী।

weather 1907270303 1907270622

দোলের পরই আবার আবহাওয়ার অবন্নতির আশঙ্কা করছেন আবহবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার ফলে ফের এই সপ্তাহেই আবার বৃষ্টি হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাতেই উত্তর-পশ্চিম হিমালয়ে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে বুধবার থেকেই জম্মু-কাশ্মীর (Jammu- Kashmir) সহ দেশের উত্তর-পশ্চিমে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবার বৃহস্পতিবার মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তনের ফলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

দোলের দিন কলকাতার তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। অপরদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৭ থেকে ৯৪ শতাংশ। তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে গত ২৪ ঘণ্টায় শহরে এখনও বৃষ্টি হয়নি।

rain kol759

আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। গরমে হাঁসফাঁস করবেন দেশের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের মানুষজন। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ চড়ে থাকবে বেশ অনেক দিন ধরেই। শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Smita Hari

সম্পর্কিত খবর