কেন্দ্রে সরকার গঠন হলেও বড় ঝটকা খেল BJP! সমর্থন হারাল এই দলের

   

বাংলা হান্ট ডেস্ক: ওড়িশাতে (Odisha) এবারের বিধানসভা নির্বাচনে গঠিত হয়েছে BJP (Bharatiya Janata Party) সরকার। এদিকে, এর আগে সেখানে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন বিজেডির নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। যাঁকে এই নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। এমতাবস্থায়, এবার তাঁকে রাজ্যে বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নবীন পট্টনায়ককে একসময় বিজেপির বন্ধুদের মধ্যে গণ্য করা হত। কিন্তু, এখন তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়বেন এবং সরকারের ত্রুটি-বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরবেন। রাজ্যসভার সাংসদদের বৈঠকেও একই বার্তা দিয়েছেন তিনি। পট্টনায়েক তাঁর ৯ জন রাজ্যসভার সাংসদদের বৈঠকে বলেছেন যে তাঁদের একটি শক্তিশালী বিরোধী হিসেবে জনগণের সাথে সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করা উচিত।

Even though the government was formed at the Central, BJP got a big shock.

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ২৭ জুন থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে। যেটির জন্য ইতিমধ্যেই নবীন পট্টনায়েক তাঁর সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন। পট্টনায়েক জানান যে, সমস্ত সাংসদদের উচিত রাজ্যসভায় ওড়িশা সম্পর্কিত সমস্যাগুলি জোরালোভাবে উত্থাপন করা।

আরও পড়ুন: কমোড থেকে উঠে আসছে বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখলে বাথরুমে যেতে ভয় পাবেন

অর্থাৎ, এবার তাঁদের শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে। এমতাবস্থায়, রাজ্যসভায় দলের নেতা ড: সস্মিত পাত্র ঘোষণা করেছেন যে, তিনি শুধু ইস্যুই উত্থাপন করবেন না, বরং কেন্দ্রীয় সরকার ওড়িশাকে উপেক্ষা করলে আগ্রাসন দেখানো থেকেও বিরত থাকবেন না। উল্লেখ্য যে, ওড়িশায় মোবাইল সংযোগ অত্যন্ত দুর্বল। পাশাপাশি, ব্যাঙ্কগুলিরও বেশি শাখা নেই।

আরও পড়ুন: সেমিতে না খেলে ডায়রেক্ট ফাইনাল চলে যাবে ভারত! কীভাবে সম্ভব? সমীকরণ দেখে ভয় পাচ্ছে ইংরেজরা

গত ১০ বছর ধরে কয়লার রয়্যালটির চাহিদা পূরণ হচ্ছে না: পাত্র বলেন, ওই রাজ্যের কোনো স্পেশাল স্টেটের মর্যাদা নেই। এইসব বিষয়ে তাঁরা আওয়াজ তুলবেন। পাত্র আরও জানিয়েছেন যে, তাঁর সরকার ১০ বছর ধরে কয়লার রয়্যালটি দাবি করে এসেছিল। যা সম্পূর্ণ হয়নি। যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমতাবস্থায়, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করা উচিত। পাত্র এটাও জানান যে, তাঁরা বিজেপিকে কোনও সমর্থন দেবেন না। বরং, থাকবে শুধু বিরোধিতা। রাজ্যসভায় বিজেডি-র ৯ জন সাংসদ রয়েছেন। যাঁরা ওড়িশার স্বার্থে যেকোনও প্রান্তে যেতে পারেন বলেও জানান তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর