ধারাবাহিক মৃত্যু,এভারেস্টের পথে রাশ টানতে চলেছেন নেপাল সরকার

  1. বাংলা হান্ট ডেস্ক: পর্বতারোহীদের ধারাবাহিক মৃত্যুতে নড়ে বসেছে নেপাল সরকার। এখনো পর্যন্ত এভারেস্ট অভিযানে মোট ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শেষ চারটি পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত ভিড়কে দায়ী করেছেন অনেকে। অনেকে আবার বলছেন অনভিজ্ঞতা অন্যতম কারণ।

চিলে-এর এক পর্বতারোহী হুয়ান পাবলো মোরের অভিযোগ, ” যাদের পর্বত সম্পর্কে কোন ধারণা নেই তারাও এভারেস্ট জয় করতে চলে আসছেন।”
28a11 images 20
এভারেস্ট অভিযানের জন্য নেপাল সরকারের অনুমতি প্রয়োজন হয়। মাত্র ১১ হাজার ডলার দিলে সহজেই মেলে ছাড়পত্র। পর্বতারোহীদের অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয়ে যাচাই করে দেখা হয় না।

সম্প্রতি নেপালের পর্যটক মন্ত্রকের সচিব মোহনকৃষ্ণ সাপকোটা বলেন, “পর্যাপ্ত দড়ি,অক্সিজেন এবং শেরপা রয়েছেন কিনা, আমরা এবার থেকে তা দেখব।”

বছরে কতজন পর্বতারোহীকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার ছাড়পত্র দেয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা করছেন নেপাল সরকার। কিন্তু নেপালের অর্থনীতি অনেকটাই এভারেস্ট নির্ভরশীল। তাই এই সব প্রতিশ্রুতি আদতেও বাস্তবে রূপায়িত হবে কিনা এ নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

সম্পর্কিত খবর