বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেকটি নথি গুরুত্বপূর্ণ এবং সেগুলি সংরক্ষণে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি এন কে সিং ও বিচারপতি সঞ্জয় করোল এই রায় দিয়েছেন। ২০২১ সালে উত্তরপ্রদেশের একটি গ্রাম প্রধানের ভোট (Gram Pradhan Election) নিয়ে বিতর্ক দেখা দেয়। কতগুলি ভোট পড়েছে সেই নিয়ে বিতর্কের পাশাপাশি প্রিসাইডিং অফিসার সম্বন্ধিত নথি গায়েব! এবার তার প্রেক্ষিতেই এই রায় দিল শীর্ষ আদালত।
আর কী বলল শীর্ষ আদালত (Supreme Court)?
বিচারপতি এন কে সিং ও বিচারপতি সঞ্জয় করোলের মতে, চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটি ভোট অমূল্য। সেই কারণে ভোটের পবিত্রতা রক্ষা করতেই হবে। এই মামলার ক্ষেত্রে আদালতে রায়ে উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করা হয়েছে বলে খবর।
বলা হয়েছে, ‘গণতন্ত্রের পাদপ্রদীপে পেশ হওয়া সকল শ্রদ্ধাঞ্জলি প্রাপ্য সেই ছোট্ট মানুষটির যিনি একটি ছোট্ট পেনসিল হাতে বুথে গেলেন। সেখানে একটি চিরকুটে নগন্য একটি ক্রস চিহ্ন দিলেন। সেই চিহ্নটির গুরুত্ব কোনও অলঙ্কারশাস্ত্র অথবা বিপুল পরিমাণ আলোচনা দিয়ে মুছে ফেলা যাবে না’।
আরও পড়ুনঃ জোর ধাক্কা! অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের হুঁশিয়ারি! মিলবে না চাল-গম?
সুপ্রিম কোর্টের (Supreme Court) মতে, সংসদীয় ব্যবস্থায় কোনও প্রতিনিধি নির্বাচনে ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার থাকে। অন্যান্য ক্ষেত্রে সেটি বহু কারণে সমান নাও হতে পারে। সমাজে থাকা সম্প্রদায় ও জাতিগত বিভেদ, সচেতনতার অভাব, লিঙ্গবৈষম্য ও বিশেষ ভাবে সক্ষমদের উপযুক্ত সুযোগ না থাকার কারণে।
আদালত জানিয়েছে, কে ক্ষমতায় এল সেটা তাদের বিবেচনার বিষয় নয়। তবে কীভাবে ক্ষমতা পেল সেটা দেখতে হবে। প্রতিষ্ঠিত বিধিনিয়ম ও সাংবিধানিক নীতি অনুসরণ করে সেটা যাচাই করতে হবে। সেক্ষেত্রে যদি সেই ভোট (Election) নির্বাচন নীতি এবং বিধিনিয়মের বিরোধী হয়, তাহলে তাকে ক্ষমতা ছাড়তে হবে। সাধারণ মানুষকে ফের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে হবে।
এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) অভিমত, চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী যেহেতু সম্পর্কিত ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন এবং গুরুত্বপূর্ণ নথি গায়েব, যার কোনও যথাযথ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, সেখানে অবশ্যই প্রাপ্ত ভোটের পুনরায় গণনা দরকার। এই ভোটের চূড়ান্ত ফলাফল প্রশ্নাতীত নয় বলে জানিয়েছেন বিচারপতিদ্বয়।