বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) নিজেদের শক্ত ঘাঁটি বানাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল (tmc) শিবির। ত্রিপুরার আসন্ন নির্বাচনে, বিজেপিকে (bjp) সরিয়ে নিজেদের জায়গা পাকা করতে চায় মমতা বাহিনী। সেই মর্মে বাংলা থেকে একের পর এক শীর্ষ নেতৃত্ব উড়ে যাচ্ছেন ত্রিপুরায়।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গড়ে বারবার বাঁধাপ্রাপ্ত হলেও, হার মানতে নারাজ ঘাসফুল শিবির। তবে তাদের দাবি, বহু বিজেপি নেতৃত্বরা তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে সময়ের আগেই সরকারকে দুর্বল করে দিয়ে নয়, নির্বাচনে লড়াই করে জয়ী হয়েই ত্রিপুরায় রাজ করতে চায় সবুজ শিবির।
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, টাকা দিয়ে জোড় করে তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রিপুরার বিজেপির কর্মীদের। কিছু বুঝে অঠার আগেই, তাদের হাতে তৃণমূলের পতাকা দিয়ে ছবিও তুলে নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করলেন ত্রিপুরা থেকে দুই বিজেপি কর্মী।
তারা অভিযোগ করেছেন, কামাল মিঞা নামে এক ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকার লোভ দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বলেন। ওই ব্যক্তি জানিয়েছেন, ‘কামাল মিঞা আমাদের ১০ হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ছবি তুলতে বলেন। পরিচিত হওয়ার সুবাদে আমরা তাঁর কথা মত তৃণমূলের পতাকা হাতে নিয়ে ছবি তুলি। তবে আমরা কিন্তু বিজেপির লোক’।
এই বিষয়টা প্রকাশ্যে আসতেই নিন্দার সরব হয়েছে বিজেপি শিবির। তারা কটাক্ষ করে বলেছে, বাংলা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করে, সেই টাকা গিয়ে ত্রিপুরার লোকেদের দিচ্ছে। ১০ হাজার টাকার লোভ দেখিয়ে বাড়িতে গিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে দিচ্ছে। নাটকবাজ দলের নাটক দেখুন আপনারা।