৪ দিনে ৩ নম্বর সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার টিকিট পাকা করলেন ধোনির প্রিয় প্লেয়ার, বিপদ বাড়ল ধাওয়ানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড তার দুরন্ত ছন্দ ধরে রেখেছেন। চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে তিনি ৪ দিনে ৩ টি শতরান করলেন। কেরালার বিরুদ্ধে ম্যাচে মহারাষ্ট্রের অধিনায়ক শনিবার ১১০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। টুর্নামেন্টে মহারাষ্ট্র এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি। অন্যদিকে শিখর ধাওয়ান টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতকে তিনটি ওডিআই খেলতে হবে। ওয়ানডে সিরিজের জন্য এখনো দল বাছাই করা হয়নি। এমন পরিস্থিতিতে নিজের যোগ্য দাবিদার হিসাবে তুলে ধরেছেন ঋতুরাজ।

ঋতুরাজ-কে আইপিএল ২০২২-এর জন্য সিএসকে ধরে রেখেছে। আইপিএল 2021-এও তিনি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন এবং অরেঞ্জ ক্যাপের দখল নিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে। বিজয় হাজারে ট্রফিতে তার প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১২ বলে ১৩৬ রান করেছিলেন ঋতুরাজ। মারেন ১৪টি চার ও চারটি ছক্কা। এরপর দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলে দলকে জেতান। তিনি ১৪৩ বল খেলে ১৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে সেই ইনিংসটি খেলেছিলেন।

কেরালার বিপক্ষে ১১০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ গায়কওয়াদ। ১২৯ বলে ১২৪ রান করে আউট হন তিনি। অর্থাৎ টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। এই ম্যাচের আগে ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারে তিনি ৬০ টি ইনিংসে ৫২ গড়ে ২৯৭১ রান করেছেন। করেছেন ৯ টি শতরান ও ১৬ টি অর্ধশতরান। অপরাজিত ১৮৭ রানের সবচেয়ে বড় ইনিংসও আছে তার।

ভারতীয় দকের সিনিয়র ব্যাটসম্যান শিখর ধাওয়ান টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। দিল্লির হয়ে খেলা, ধাওয়ান শনিবার ইউপির বিরুদ্ধে ২২ বলে ১৪ রান করে আউট হন। এর আগে, তিনি ঝাড়খণ্ডের বিরুদ্ধে শূন্য এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ১২ রান করতে পেরেছিলেন। ধাওয়ানের খারাপ পারফরম্যান্স নির্বাচকদের উপর চাপ কমাতে পারে। এরপরে যে অদূর ভবিষ্যতে ভারতীয় দলে তার জায়গা হচ্ছে না তা বলাই বাহুল্য।

Reetabrata Deb

সম্পর্কিত খবর