বাণিজ্য সম্মেলনে প্লেট হাতে খাওয়ার খেতে দৌড়চ্ছেন সবাই! ভিডিও পোস্ট করে খোঁচা সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্ক: বাংলার মসনদে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে একাধিক প্রকল্পের পাশাপাশি কর্মসংস্থানের প্রসঙ্গ বারংবার উপস্থাপিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি প্রকল্পগুলির প্রতি জোর দেওয়ার পাশাপাশি রাজ্যে নতুন শিল্প নিয়ে আসা এবং কর্মসংস্থানের বিষয়টিকেই “পাখির চোখ” করেছিলেন।

এমতাবস্থায়, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের কাছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে, বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে যেখানে বেকারত্বের হার ৪০ শতাংশ বেড়েছে, সেখানে পশ্চিমবঙ্গে সেই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি, রাজ্যে ৪০ লক্ষেরও বেশি নয়া কর্মসংস্থান তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, চলতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে “রেকর্ড” তৈরি করে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার ৭৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর এরপরেই বিভিন্ন রাজনৈতিক মহলে এই নিয়ে প্রতিক্রিয়া মিলতে থাকে। যদিও, এবার রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ একটি ভিডিও পোস্ট করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন সংক্রান্ত মুখ্যমন্ত্রীর এই বিপুল পরিসংখ্যানকে কার্যত খোঁচা দিয়েছেন।

টুইটারে যে ভিডিওটি সৌমিত্র পোস্ট করেছেন তাতে অদ্ভুত এক বিষয় সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে যে, এই সম্মেলনে এসে প্লেট হাতে খাওয়ারের উদ্দেশ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন সবাই। এমনকি, কেউ কেউ রীতিমত ছোটাছুটিও শুরু করে দেন সেখানে। এদিকে, এই ভিডিওটি প্রকাশ্যে আনার পাশাপাশি, সৌমিত্র ক্যাপশনে লিখেছেন, “৩,৪২,৩৭৫ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ এবং চল্লিশ লক্ষ সম্ভাব্য কর্মসংস্থানের গল্প শোনার পর শিল্পপতিদের হঠাৎ করে যখন খুব খিদে পেয়ে যায়।” আর তারপরেই হাসির ইমোজি দিয়ে দেন তিনি।

যদিও, এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন সকলেই। পাশাপাশি, অনেকেই মজাদার প্রতিক্রিয়াও দিতে থাকেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও যে এমন চিত্রের খোঁজ মিলবে তা ভাবতে পারেন নি কেউই। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছিল ২ দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)।

শিল্প সম্মেলনের জন্য কনভেনশন সেন্টারে ৩ হাজার ৬০০ আসন রয়েছে। সেখানেই বাণিজ্য সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের শিল্পপতিরা। বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে নিজের বক্তব্যে বাংলার সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একদিন শিল্পে এক নম্বর হবে বাংলা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর