ওষুধের স্ট্রিপ নাকি বিয়ের কার্ড ধরতে পারবেন না! আমন্ত্রণপত্র দেখে হাসির রেশ সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের জীবনেই বিয়ে (Marriage) হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাশাপাশি, এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি চান কেউই। শুধু তাই নয়, অনেকে তো আবার অনবদ্য সব সৃজনশীলতার মাধ্যমে অবাক করে দেন সবাইকে। মূলত, বৈবাহিক অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য বিয়ের কার্ড দেওয়ার প্রচলন সর্বত্রই পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, বিভিন্ন ধরণের এবং দামের কার্ড বাজারে উপলব্ধ থাকলেও কেউ কেউ আবার সেখানেই অভিনবত্ব ফুটিয়ে তোলেন। আর সেই রেশ বজায় রেখেই এবার একটি অনবদ্য বিয়ের কার্ডের ছবি সামনে এসেছে।

যদিও, প্রথমবারের জন্য সেটিকে দেখে নিতান্তই একটি ওষুধের স্ট্রিপ মনে হলেও সেখানেই লুকিয়ে রয়েছে আসল চমক। আর সেই চমক উদঘাটনের পরেই কার্যত অবাক সকলে। মূলত, ওষুধের স্ট্রিপের মতই বানানো হয়েছে ওই নিমন্ত্রণের কার্ডটিকে। পাশাপাশি, সেখানে লেখা রয়েছে বিস্তারিত তথ্যও। এদিকে, ওই অভিনব কার্ডের ছবি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এমতাবস্থায়, ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা গিয়েছে যে, ওই কার্ডে লেখা রয়েছে “ইজিলারসন এন্ড বসন্তকুমারী ওয়েডিং” (Ezhilarasan and Vasanthakumari Wedding)। পাশাপাশি, বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে ৫ সেপ্টেম্বর। এছাড়াও, ওই কার্ডের একদম বামদিকে লেখা রয়েছে পাত্র এবং পাত্রীর শিক্ষাগত যোগ্যতাও। উল্লেখ্য যে, এই ঘটনাটি তামিলনাড়ুর।

মূলত, পাত্র ইজিলারসন এক ফার্মেসি কলেজের সহকারী অধ্যাপক। অপরদিকে, পাত্রী হলেন নার্সিং কলেজের অধ্যাপিকা। সর্বোপরি, ওই কার্ডটিতে অনুষ্ঠানের স্থান সহ সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। সাথে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন যেন অবশ্যই বিয়েতে আসেন। এদিকে, এই ছবিটিই এখন ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। মূলত, বিয়ের কার্ডও যে এমনভাবে উপস্থাপিত করা যেতে পারে তা কার্যত ভাবতেই পারেন নি কেউ।

https://twitter.com/iSKarlekar/status/1560490271158444032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560490271158444032%7Ctwgr%5E30c29606aa38749c4a06ee35767df1b3ecce6474%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Ftrending%2Fstory%2Funique-wedding-card-printed-on-tablet-strip-netizens-surprised-tstf-1521998-2022-08-20

এমনকি, এই কার্ড দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “এমন কার্ড দেখে যে কেউই ধোঁকা খেতে পারেন।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “একজন ফার্মাসিস্টের বিয়েতেই এটা হতে পারে।” এছাড়াও, অন্য আরেকজন লিখেছেন, “বিয়ের কার্ডে যেন কেউ ওষুধ দিয়ে গেল।” তবে, সকলেই একবাক্যে এই অভিনব সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর