একেই বলে বুকের পাঁটা! গরুর পালের সঙ্গে একাই লড়াই হাঁসের, ভাইরাল ভিডিও দেখে অবাক সবাই

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে মনে সাহস থাকলেই জয় করে ফেলা সম্ভব সমস্ত প্ৰতিবন্ধকতা। এমনকি, এই চির সত্যের প্রমাণ আমরা পেয়েছি বারংবার। তবে, এই আপ্তবাক্যটি যে কেবল মানুষের জন্যই সীমাবদ্ধ এমনটা কিন্তু নয়। বরং, জীবজগতের প্রতিটি জীবের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব।

সম্প্রতি একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা গিয়েছে, একটি গরুর পালের সম্মিলিত আক্রমণকে প্রতিহত করছে একটি ছোট হাঁস। রীতিমতো সাহসের সাথেই এই কাজটি করছে সে। যা প্রত্যক্ষ করে অবাক হয়েছেন নেটিজেনরা।

   

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান যুগে আমরা প্রায় সকলেই দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাতে পছন্দ করি। কারণ এটি এমন একটি মাধ্যম যেখানে দেশ-বিদেশের একাধিক প্রয়োজনীয় আপডেটের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন মজাদার পোস্ট। সর্বোপরি, এখানে প্রতিদিনই ভাইরাল হতে থাকে হাজার হাজার ভিডিও। যেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা সরাসরি ছুঁয়ে যায় সকলের মন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে: সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি উন্মুক্ত মাঠের মত এলাকায় আচমকাই একটি ছোট্ট হাঁস একপাল গরুর সম্মুখীন হয়। এমনকি, ওই হাঁসটির উদ্দেশ্যে একাধিকবার আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে গরুগুলি। এমতাবস্থায়, হাঁসটির আচরণ সবাইকে অবাক করে দেয়। দেখা যায় যে, ওই আক্রমণে ভয় না পেয়ে বরং সেটি নিজেই গরুগুলির উদ্দেশ্যে সাহসের সাথে এগিয়ে গিয়ে তাদের প্রতিহত করে।

এদিকে, ইতিমধ্যেই এই ভিডিওটি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে “একবার ভয়হীন হলেই জীবন সীমাহীন হয়ে ওঠে।” প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ১২ কোটি বার দেখা হয়েছে। পাশাপাশি, লাইক করেছেন ৯ লক্ষ ৭০ হাজারেরও বেশি জন। ভিডিওটি প্রত্যক্ষ করে সকলেই ওই হাঁসটির সাহসের প্রশংসা করেন। পাশাপাশি, নিজেদের প্রতিক্রিয়াও জানান নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর