‘আগামী ২ মাসের জন্য সবকিছু বন্ধ রাখা উচিত’, করোনা ইস্যুতে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার ডায়মন্ডহারবারে একটি প্রশাসনিক বৈঠক করেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। করোনা আবহে সেখানে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার জন্য একাধিক নির্দেশিকা জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তিনি বলেন, ‘আদালতে মামলা চলছে পুর নির্বাচন নিয়ে। আদালতের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’।

Abhishek Banerjee

বৈঠক শেষে জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে কথা বলে জেলার জন্য একাধিক নির্দেশিকা জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি ওয়ার্ডে ও ব্লকের খোঁজ নেওয়ার জন্য একটা করে টিম তৈরি করতে হবে। থাকবে চিকিৎসকদের টিম, কিছু হলেই তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করবে। সেইসঙ্গে বাজার, জনবহুল এলাকায় দুটি করে মাস্ক পড়তেই হবে।

শুধু এই কথাই নয়, সেইসঙ্গে গঙ্গাসাগর ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ঠিক উলটো কথাটাই বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ডায়মন্ড হারবার লোকসভার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পর আলিপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বড় দিন, দুর্গাপুজো, সমস্ত উৎসব পরে হবে, সবার আগে মানুষের জীবন। যদি মানুষই না থাকেন, তাহলে উৎসব কীসের! গঙ্গাসাগর ইস্যুতে হাইকোর্টের বেঁধে দেওয়া বিধিই মেনে চলা উচিত আমাদের’।

প্রসঙ্গত, কলকাতা পুরভোট পেরিয়ে রাজ্যের বকেয়া পুরসভাগুলিতেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।


Smita Hari

সম্পর্কিত খবর