ভোট দিতে বাধা! তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে EVM, ভিভিপ্যাট পুকুরে ফেলল গ্রামবাসী, উত্তপ্ত কুলতলি

বাংলা হান্ট ডেস্কঃ শেষ দফার ভোটের দিন (Loksabha Election 2024) সকাল থেকেই উত্তপ্ত বাংলা। ভোট শুরু হতে না হতেই উত্তপ্ত জয়নগর লোকসভার কুলতলি (kultaliKultali)। ভোট শুরুর ঠিক ২০ মিনিটের মধ্যে জলে ফেলা হল ইভিএম, ভিভিপ্যাট। অভিযোগ, সকাল থেকেই ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। তার জেরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা ইভিএম, ভিভিপ্যাট ছুড়ে জলে ফেলে দেয়।

সকাল সকাল ইভিএম জলে ফেলার ঘটনা ঘিরে চাঞ্চল্য চড়িয়েছে গোটা এলাকায়। শাসকদলের ‘গুন্ডা’রা ভোট দিতে বাধা দিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মানুষেরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ৪০ ও ৪১ নম্বর বুথে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই তাদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর প্রতিবাদ জানাতেই ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেয় বাসিন্দারা।

এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। কমিশনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যান। গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে বিকল্প ইভিএম এনে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

evm

আরও পড়ুন: মাসের প্রথম দিনই প্রায় ১০০ টাকা কমল LPG গ্যাসের দাম, আপনার এলাকায় নতুন মূল্য কত?

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের পালটা দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ইভিএম, ভিভিপ্যাট জলে ফেলে দিয়েছে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর