EVM মেশিন খারাপ, বলেও কোন লাভ হচ্ছে না- অভিযোগ তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার

বাংলাহান্ট ডেস্কঃ চলছে বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। এবারেও EVM মেশিন খারাপের অভিযোগ তুললেন সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া (Manas Bhunia)। সেইসঙ্গে ভোট দিয়ে আসার পর বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকের ক্যামেরার সামনে।

মানস ভুঁইয়া বললেন, ‘৫ থেকে ৬ টা জায়গায় মেশিন খারাপ। একটা জায়গায় মেশিন ঠিক হলেও, চারটে জায়গায় এখনও মেশিন ঠিক হয়নি। কেমন মেশিন দিচ্ছে, তা জানি না। আমি বারবার করে হেড কোয়াটারে বলেছি, আমার নেতাকেও বলেছি, এমনকি এখানকার প্রশাসন এমনকি নির্বাচন কমিশনকে বলেও কোন কাজ হচ্ছে না। ২ বার ৩ বার পালটে দিলেও মেশিন ঠিক হচ্ছে না’।

n ccbcbkbdkbdk

তিনি বলেন, ‘সুইচ টেপার পর পিই করে একটা আওয়াজ হয়, তারপর ভিভিপ্যাটটা বেরিয়ে আসছে। সেখানে দেখা যায় ঠিকঠাক সিম্বলে ভোট পড়েছে কিনা। এতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে।

এখানেই থামলেন না এই বর্ষীয়ান তৃণমূল নেতা। তিনি বললেন, ‘গত ৪ দিন ধরে আমাদের উপর লাগাতার আক্রমণ হয়েছে। আমাদের অনেক সদস্য শান্তিপূর্ণ ভাবে কাজ করলেও, তাদের উপর অত্যাচার করা হয়েছে। আজকেই আমাদের একজন পোলিং এজেন্টকে মেরে তাঁর গাল ফাটিয়ে দিয়েছে। এমনকি গতকাল রাতে বাইক বাহিনী বেরিয়ে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে লাঠি দিয়ে চারপাশের বাড়িগুলোতে পেটাতে পেটাতে যাচ্ছিল। এলাকাবাসী বেরিয়ে এসে তাদের আটকালে, তাদের মধ্যে থেকে একজন আমাদের এক তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপর এলাকাবাসী এগিয়ে গেলে বাইক ফেলে পালাতে গেলে তাঁরা ধরা পড়ে যায়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর