বাংলা হান্ট ডেস্কঃ অসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে EVM উদ্ধার হওয়ার মামলা সামনে এসেছে। এই ঘটনা সামনে আসার পর নির্বাচন কমিশন জেলার নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তৃত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। যেই গাড়ি থেকে ইভিএম উদ্ধার হয়েছে, সেটা পাথরকন্ডির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুয়াজি, ইভিএমটি একটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার অসমে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ৭৬.৯৬ শতাংশ ভোট পড়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম দেখা গিয়েছে।
অতনু ভুয়ান নামের এক ব্যক্তি নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও শেয়ার করেন। উনি ভিডিও শেয়ার করে লেখেন, ‘পাথরকন্ডির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়ি থেকে ইভিএম উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে।” আরেকদিকে, কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।
Every time there is an election videos of private vehicles caught transporting EVM’s show up. Unsurprisingly they have the following things in common:
1. The vehicles usually belong to BJP candidates or their associates. ….
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
আরেকদিকে, কংগ্রেসের নেতা সুস্মিতা দেব বলেছেন, এটি গুরুতর অপরাধ আর আমরা প্রার্থীকে তৎকাল অযোগ্য ঘোষণা করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, এটা পরিস্কার যে অসমে বিজেপি হারছে আর এই কারণে নির্বাচনে জয়ের জন্য তাঁরা অবৈধ রাস্তা আপন করছে।
This is a criminal act and we demand immediate disqualification of the candidate. This is clear that the BJP is losing in Assam that is why it is using illegal means to win the elections, which is unacceptable: Congress leader Sushmita Dev pic.twitter.com/K27knojQal
— ANI (@ANI) April 2, 2021