বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর ইস্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ সোমবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তপ্ত ছিল সাংসদ৷ আর এর মধ্যেই কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি সই করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। এই সব কিছুর মাঝেই কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী জ়াইরা ওয়াসিম। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৪ অগস্ট রাতে বছর আঠেরোর জাইরা লেখেন, ‘এ ও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখেন ‘কাশ্মীর’।
বেশ কয়েকদিন আগে এই প্রাক্তন বলি অভিনেত্রী একটি পদক্ষেপ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে৷ ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় জগত থেকে দূরে সরে আসার কথা সকলকে জানিয়ে ছিলেন তিনি৷ টুইটারে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘তাঁর বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে তাঁর ফিল্মি কেরিয়ার এবং সে কারণেই অভিনয় ছাড়ছেন তিনি।
সেই পোস্টে জাইরা এও জানিয়েছিলেন ‘অসচেতন ভাবে আমি আমার ইমান (বিশ্বাস)-এর থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি যে পরিবেশে কাজ করতাম তা প্রতিনিয়ত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, যার জেরে বিপন্ন হয়ে পড়েছিল ধর্মের সঙ্গে আমার সম্পর্ক”। জাইরার এই সিদ্ধান্তে উঠেছিল সমালোচনার ঝড়। বলি জগৎ এর কেউ কেউ তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন, আবার কেউ তীব্র নিন্দাও করেছিলেন। কিন্তু বর্তমানে কাশ্মীর ইস্যুতে জাইরার টুইটারে পোস্ট করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার পরিণতি কি হয়।