বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণ ভারতে (South India) বেসামাল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিলেন কেরলের তরুণ কংগ্রেস নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। সেই আঘাত এখনও সামলে উঠতে পারেনি কংগ্রেস। এরই মধ্যে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও দক্ষিণ ভারতে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অভিভক্ত অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি (Ex chief Minister Kiran Kumar Reddy)।
দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন কিরণ। তারপর সাংবাদিকদের বলেন, ‘এই কয়েক দিন আগেও আমি ভাবিনি কংগ্রেস ছাড়ব। বলতে পারেন, কোনও পরিকল্পনাই ছিল না।’ তাহলে কি হঠাৎ সবটা হল? তার অবশ্য ব্যাখ্যা দেননি কিরণ রেড্ডি। তিনি শুধু বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদিজির দিশায় চলতে চাই।’
অন্ধ্র থেকে তেলেঙ্গানা পৃথক রাজ্য হয় ২০১৪ সালে। ওই পর্ব পর্যন্ত অভিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৪ সালে তেলেঙ্গানা আলাদা রাজ্য হওয়ায় কংগ্রেস ছেড়ে নিজে পৃথক রাজনৈতিক দল গড়েছিলেন কিরণ। কিন্তু সেই দল অন্ধ্রের ভোটে কোনও ছাপই ফেলতে পারেনি। ২০১৮ সালে আবারও কংগ্রেসে ফিরে যান রেড্ডি।
অন্ধ্রে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। জগনমোহন রেড্ডির দলই সেখানে শাসক। বিরোধী হিসাবে মূল শক্তি চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি। বিজেপি তেমন একটা সাংগঠনিক ভাল জায়গায় নেই। রায়ালাসিমা রিজিওনে কিরণ রেড্ডির প্রভাব রয়েছে। এদিন দেখা গেল তাঁকে দলে সামিল করল বিজেপি।
অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট প্রায় চলেই এল। তার আগে কিরণ রেড্ডিকে দলে নিয়ে বিজেপি কোন কৌশনে এগোয় এখন সেটাই দেখার। এর উপর আগামী বছর লোকসভা নির্বাচনের তাঁর আগে কিরণের বিজেপি-তে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।