বিদেশে বসে ভারতকে অপমানের জের! রাহুল গান্ধীকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আচমকাই কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিজের আক্রমণের নিশানা করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার এবং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার হিসাবে পরিচিত আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি অবশ্য সরাসরি রাহুল গান্ধীর নাম নেননি। তবে তার বক্তব্যের কারণ ছিল সম্প্রতি রাহুলের আমেরিকা সফরের সময় ভারত সম্পর্কে তার দেওয়া মতামত।

এরপর অবশ্য শুধু আকাশ চোপড়া নয়, অনেকের সমালোচনার মুখেই তাকে পড়তে হয়েছিল। বর্তমানে বিভিন্ন ক্রিকেট শো এবং ধারাভাষ্যে নিয়ে প্রবল ব্যস্ততায় থাকা আকাশ চোপড়া নিজের টুইটে লিখেছেন, ‘আমি আর একটাও দেশের প্রধান বিরোধী নেতাকে ভারতে এসে নিজের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেখিনি। কেন আপনি বিদেশের মাটিতে এটা করতে হবে যদি না আপনি কোনও ধরনের অনুমোদন চাইছেন? আপনার দেশেই আপনার নিজের যুদ্ধ লড়তে হবে। নির্বাচনে ভোটাররা সিদ্ধান্ত নিতে দিন। এটাই কি গণতন্ত্রের মর্ম হতে পারে না?’

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বর্তমানে মার্কিন সফরে গিয়েছেন। আমেরিকায় নিজের মতামত রাখতে গিয়ে তিনি কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করে কিছু কথা বলেছেন। এরপরই রাহুল গান্ধীকে নিশানা করেন তার সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যের কাটাছেঁড়া শুরু হয়।

তবে এই টুইটের পর আকাশ চোপড়াকেও ট্রোলাররা নিশানা করেছেন। কেউ একজন তাকে বলেছে, ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার পর আপনি এখন বিশেষ দলের প্রচার বিশেষজ্ঞ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আরো এক মন্তব্যকারী মন্তব্য করেছেন যে আপনি শুধুমাত্র দেশের প্রতিনিধিত্ব করেছেন বলেই আপনি যা খুশি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাবেন, এটা কখনোই কাম্য নয়।

তাদেরকেও পাল্টা জবাব দিয়েছেন আকাশ। তিনি বলেছেন যে তিনি জানেন তিনি কি বলছেন? তিনি দেশের হয়ে দশটি টেস্ট খেলেছেন এই মন্তব্য করেছেন তিনি। দেশের জন্য কি করা উচিত সেই সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে নিন্দুকের জবাব দিয়েছেন তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর