বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadeep Kundu) রহস্য মৃত্যুতে (Jadavpur University Student Death) তোলপাড় গোটা দেশ। এই সুযোগে অনেকেই নিজেদের মতামত রাখতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে। র্যাগিং-এর তত্ত্ব, নাকি আরও বড় ষড়যন্ত্র! পড়ুয়ার মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু প্রশ্নের জবাব মিললেও অনেকটাই রয়ে গিয়েছে ধোঁয়াশা। সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষের পর আরও কিছুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আপাতত অভিযুক্তদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও প্রতিমুহূর্তে কোন না কোন নতুন আপডেট আসছে এই ঘটনার এরই মধ্যে এবার যাদবপুরের পড়ুয়া মৃত্যুর রহস্য ভেদ করতে এনআইএ বা সিবিআই (NIA-CBI) তদন্তের দাবিও তুলেছেন অনেকেই। এই পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ পাওয়া গেল আজ আরও একটা দিক দিয়ে। এবার পড়ুয়ার এই রহস্য মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সাধারণত সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কিত বিষয় থেকে নিজেকে কয়েকশো হাত দূরে রাখেন। প্রতি রাজনৈতিক দলের সঙ্গেই তার সম্পর্ক অত্যন্ত ভালো। অনেকে তার এই স্বভাবের জন্য তাকে নিয়ে নিন্দা করে থাকেন আবার অনেকে এটিকে তার একটি বিশেষ গুণ বলে উল্লেখ করেন। কিন্তু এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা নিয়ে সৌরভ নিজের করা প্রতিক্রিয়া জানাতে ভুললেন না।
একটি জনপ্রিয় সংবাদ সংস্থার ভিডিওতে দেখা গিয়েছে যে সৌরভ বলছেন, “ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং আমি শোকাহত। ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাদের আরও কড়া হাতে পরিস্থিতি সামলাতে হবে।” সৌরভের এই বক্তব্যের ভিডিওটি প্রতিবেদনের পরের অংশে তুলে ধরা হলো।
আরও পড়ুন: সৌরভ জমানার শেষদিকে বিরাট বড় লাভের মুখ দেখেছে BCCI! আয়করের পরিমাণ চমকে দেবে আপনাকে
#WATCH | Kolkata: On the Jadavpur University student death case, former Indian cricket team captain Sourav Ganguly says, “These are places for studying. Has to be very strict. They need strict laws…That should be the main focus.” pic.twitter.com/G1d1t4hrNe
— ANI (@ANI) August 18, 2023
এখানেই শেষ নয়। র্যাগিং যে একটি সামাজিক ব্যাধি এবং তার মোকাবিলায় যে নতুন ও কড়া আইনের প্রয়োজন সেটাও উল্লেখ করতে বলেননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তার মুখ দেখে এবং কণ্ঠস্বর শুনেই বোঝা গিয়েছে যে এই ধরনের ঘটনা তাকে কতটা বিচলিত করছে। তবে অত্যন্ত বিশদে ব্যাপারটা গিয়ে দোষীদের সম্পর্কে তার কি ধারনা সেই নিয়ে আর মন্তব্য করতে চাননি প্রাক্তন বিসিসিআই সভাপতি।