৯৫ লক্ষ টাকার ফ্ল্যাট, ১২ লক্ষের আইনের বই! মোট কত সম্পত্তির মালিক অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

বাংলা হান্ট ডেস্কঃ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! লোকসভা নির্বাচনের আগে এই এক নাম তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য-রাজনীতিতে। কিছুদিন আগে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Gangopadhyay)। এবারে তমলুক লোকসভা থেকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিপরীতে বিজেপি প্রার্থী তিনি। হেভিওয়েট এই ক্যান্ডিডেট ঠিক কত সম্পত্তির মালিক জানেন?

ক্যরিয়ার শুরু হয় সরকারি চাকরি দিয়ে। এরপর মাঝেই সেই চাকরি ছেড়ে আইনজীবী হিসেবে কাজ করেন প্রাক্তন বিচারপতি। পরবর্তীতে প্রথমে অস্থায়ী ও পরে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই পদ ছেড়ে এখন তিনি বিজেপি প্রার্থী।

লোকসভা ভোটের আগে সম্প্রতি নিজের মনোনয়ন জমা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলফনামায় পেশ করা তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে প্রাক্তন বিচারপতির আয় ৫৯ লক্ষ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ সালে তার আয় ছিল ৪২ লক্ষ ১৬ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তার ৩৮ লক্ষ ৮৪ হাজার টাকা। ২০১৯-২০ অর্থবর্ষ ও ২০১৮-১৯ অর্থবর্ষে আয় করেছিলেন যথাক্রমে ৩৫ লক্ষ ৬২ হাজার ও ৩১ লক্ষ ৬ হাজার টাকা।

হলফনামা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তার হাতে রয়েছে নগদ ১২ হাজার টাকা। সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট স্কিমেও বিনিয়োগ করেছেন তিনি। রয়েছে তিনটি LIC পলিসি। প্রাক্তন বিচারপতি জানিয়েছেন যার মধ্যে প্রথম দুটি ২ লক্ষ ৩ হাজার ৭০০ টাকার ও তৃতীয়টি ২ লক্ষ ৯৯ হাজার ৬৮০ টাকার বিমা।

হলফনামায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,তার একটি মারুতি সিয়াজ গাড়ি রয়েছে। যার বর্তমান বাজারদর ৫ লক্ষ ৮২ হাজার টাকা। দুটি মূল্যবান পাথর সহ ৭৫ হাজার টাকা মূল্যের দুটি সোনার আংটি রয়েছে তার। হাওড়ার ডোমজুড়ে ৬০ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের একটি জমিও রয়েছে তার নামে।

large image abhijit ganguly 1

আরও পড়ুন: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তালিকায় কলকাতাও: আবহাওয়ার খবর

সল্টলেকে একটি ফ্ল্যাটের মালিক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার বর্তমান মূল্য ৯৫ লক্ষ টাকা। এছাড়া আইনের ছাত্র প্রাক্তন বিচারপতির কাছে আইনের বই রয়েছে ১২ লক্ষ টাকার। প্রাক্তন বিচারপতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার ৪৭২ টাকার। ৫০ লক্ষ টাকার বাড়ির ঋণের বোঝা রয়েছে তার কাঁধে। গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তার আয়ের মূল উৎস হল বিচারপতি পদের জন্য তিনি যে পেনশন পান সেই অর্থই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর