‘মুখ্যমন্ত্রীর পক্ষে…’, SSC-র রায় বেআইনি বলতেই মমতার বিরুদ্ধে মুখ খুললেন আরেক প্রাক্তন জাস্টিস

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার ২০১৬ সালের এসএসসি দুর্নীতি মামলায় বিরাট রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তা নিয়ে গতকালই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদালতের রায়কে ‘বেআইনি’ বলার পাশাপাশি ‘বিজেপির বিচারালয়’ বলে কটাক্ষও করেছিলেন তিনি। এবার এই নিয়ে পাল্টা দিলেন প্রাক্তন দুই বিচারপতি।

বাংলার জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এবং অশোক গঙ্গোপাধ্যায়ের (Asok Kumar Ganguly) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য করা উচিত নয়, দু’জনের গলাতেই কার্যত শোনা যায় এই সুর।

মমতার বক্তব্যের তীব্র বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের প্রাক্তন জাস্টিস তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বলেন, ‘জেনে বুঝে উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। ক্রমাগত উনি বিচারপতিদের অপমান করেছেন। কোনও যোগ্যতা নেই ওনার। বিচারপতিদের আক্রমণ করাটা ওনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছেন। কোন প্রতিষ্ঠানের কী মর্যাদা সেই বিষয়ে ওনার কোনও জ্ঞান নেই। কাকে আক্রমণ করা যায় আর কাকে করা যায় না!’

আরও পড়ুনঃ দেবকে দেখেই ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার! এগিয়ে এলেন তৃণমূল নেতা, তারপর…

অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় আবার বলেন, ‘সরকারের বিরুদ্ধে যদি কোনও রায় আসে, তাহলে সঙ্গে সঙ্গে বিচারপতিদের রাজনৈতিক বিচ্যুতি ঘটেছে এভাবে কোনও মুখ্যমন্ত্রীর মন্তব্য করা উচিত নয়। উনি এভাবে আক্রমণ করে সংবিধানের মূল আইনের শাসনকে অপমান করছেন। অনাস্থা পোষণ করছেন। মুখ্যমন্ত্রীর পক্ষে এই বিষয়টি অশোভনীয়’।

calcutta high court on ssc recruitment scam

গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন মমতা। এই প্রসঙ্গে অশোক বলেন, ‘রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উনি চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারেন। কিন্তু উনি যে বলেছেন এটা বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে, বিজেপির লোকেরা বসেছে। বিচারালয় কিংবা বিচারপতি সম্বন্ধে এই ধরণের মন্তব্য করা যায় না। বিরুদ্ধের রায়টাও মেনে নিতে হয়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর