‘১ মাসের মধ্যে দিতে হবে চাকরী, নাহলে ফিরব জঙ্গি শিবিরে’, হুঁশিয়ারি প্রাক্তন KLO জঙ্গিদের

বাংলাহান্ট ডেস্কঃ অন্ধকার ছেড়ে আলোয় ফিরে আসার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee), আশ্বাস দিয়েছিলেন চাকরী দেওয়ার। আর মুখ্যমন্ত্রীর সেই আশ্বাস পেয়েই সমাজের মূল স্রোতে ফেরেন জঙ্গি সংগঠন কেএলও (KLO)-র আটশোর বেশি সদস্য এবং লিঙ্কম্যান। কিন্তু এখন তাঁদেরই মধ্যে থেকে কিছুজন বেঁকে বসেছেন, দিচ্ছেন হুঁশিয়ারি।

বিষয়টা হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কথা দিয়েছিলেন এই জঙ্গিরা যদি তাঁদের নাশকতা ছেড়ে দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসেন, অর্থাৎ তাঁরা যদি অন্ধকার থেকে আলোর পথে ফিরতে চান, তাহলে মুখ্যমন্ত্রী তাঁদের সাহায্য করবেন। দেবেন হোম গার্ডের চাকরী।

jvjchb

আর মুখ্যমন্ত্রীর থেকে এই প্রস্তাব পেয়ে ইতিমধ্যেই জঙ্গি সংগঠন কেএলও (KLO)-র আটশোর বেশি সদস্য এবং লিঙ্কম্যান ফিরে এসেছেন সমাজের মূল স্রোতে। আবার নতুন করে জীবনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। তাঁদের মধ্যে প্রায় চারশো জন ইতিমধ্যে চাকরীও পেয়ে গিয়েছেন। কিন্তু বেঁকে বসল বাকিরা।

তাঁদের অভিযোগ, কাগজপত্র বা অন্যান্য কিছু সমস্যার জন্য এখনও বাকি ৪০০ জনের চাকরীর কোন খবর নেই। পুলিশ আধিকারিকদের সঙ্গে বার কয়েক দেখা করেও, কোন লাভ হয়নি। এখন তাঁরা হুঁশিয়ারি দিচ্ছে, এক মাসের মধ্যে চাকরি না দিলে, তাঁরা আবারও জঙ্গি শিবিরে ফিরে যাবে তাঁরা।

এবিষয়ে কয়েজন প্রাক্তন কেএলও (KLO) সদস্য জানিয়েছেন, ‘আমাদের ৪০০ জনের চাকরী হয়ে গেলেও এখনও ৪৪২ জনের বেশি জন বাকি রয়েছে। সেই ভোটের আগে থেকে ঘুরছি আমরা। তবে এবার স্মারকলিপি দিয়ে পরিস্কার জানিয়ে দিলাম, এক মাসের মধ্যে চাকরী না দিলে, জঙ্গি শিবিরে ফিরে যাব’।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি পুলিশ সুপারের দফতরে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা না হওয়ায়, তাঁরা ডেপুটি পুলিশ সুপার সাইমন তামাংয়ের দফতরে স্মারকলিপি জমা দিয়ে আসেন। তাঁরা কথাও বলেন বেশ কিছুক্ষণ।

Smita Hari

সম্পর্কিত খবর