বাংলা হান্ট ডেস্কঃ তাদের কেউ লিংক ম্যানের কাজ করেছিলেন, কারোর বা নাম রয়েছে পুলিশের খাতায়। কিন্তু মূল স্রোতে ফেরার পরেও মিলছে না সরকারি চাকরি বা প্যাকেজ। যার জেরে ফের একবার গভীর জঙ্গলে মিটিং করলেন প্রাক্তন মাওবাদীরা। উপস্থিত হয়েছিলেন প্রায় ৫০-৬০ জন। পুরনো সুরেই ফের একবার এদিন নিজেদের দাবি তুলে ধরেন তারা।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, জামবনি, বিনপুর সহ বিভিন্ন প্রান্তের এইসব প্রাক্তন মাওবাদী কর্মীরা প্রতিশ্রুতি মত সরকারের সুবিধা বা চাকরি-বাকরি পাননি। তারা এ-ও বলেন আগামী দিনের সরকার যদি প্রতিশ্রুতি পূরণ না করে সেক্ষেত্রে ফের একবার বৃহত্তর আন্দোলনে ফিরে যাবেন তারা। ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডির বাসিন্দা তপন মাহাতোর দাবি, “বিভিন্ন এলাকা থেকে আজ প্রাক্তন মাওবাদীরা একত্রিত হয়েছি । এক সময় আমরা প্রাক্তন মাওবাদী নেতা কিষানজী, উমাকান্ত, সুচিত্রা ওদের সঙ্গে কাজ করেছি । সবাই আমরা মূল স্রোতে ফিরে এসেছি । কিন্তু, আমরা অনেকেই এখনও সরকারের কোনও প্যাকেজ চাকরি পাইনি । আমাদের বিরুদ্ধে ১২১ , ১২২ ,১২৩ ধারায় কেস রয়েছে। এছাড়াও আমাদের বিরুদ্ধে আর্মস কেস রয়েছে |”
রবিবার প্রাক্তন মাওবাদীদের এই মিটিংটি সম্পন্ন হয় ঝাড়গ্রাম থানার লোধাশুলি সংলগ্ন টুটুহার জঙ্গলে। তপন মাহাতো আরও জানান, আগামী দিনের জামবনি, বিনপুর সহ অন্যান্য এলাকাতেও মিটিং করার পরিকল্পনা রয়েছে তাদের। তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা না হলে গোটা জঙ্গলমহল জুড়েই তাদের আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও দাবি করেন এই প্রাক্তন মাওবাদী নেতা।
তার দাবি তিনি জয়ন্ত স্কোয়াডের সদস্য ছিলেন। একাধিক সময় মাওবাদী আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তপন মাহাতোর সুরে এদিন সুর মিলিয়েছেন বাবলু কিস্কু, রঞ্জিত সিট, সঞ্জয় মাহাতো সহ অন্যান্যরাও। তবে কি ফের একবার ছাইচাপা আগুন জ্বলে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে জঙ্গলমহলে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!