বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরে হাওড়া শহরের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে নিয়ে জল্পনা চলছিল। আর এবার সেই জল্পনার অবসান করে রথীনবাবু নিজেই জানালেন যে, তিনি ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন। একাধিকবার তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র। তিনি বলেছিলেন, তৃণমূলে এখন কাজ করার মতো আর পরিবেশ নেই, ইচ্ছে থাকলেও দলে থেকে কাজ করতে পারছে না কেউ।
রথীনবাবুর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। সবার ধারণা ছিল তিনি গেরুয়া শিবিরে যোগদান করবেন। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন যে, আগামী ৩১ জানুয়ারি তিনি হাওড়ায় অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন।
আরেকদিকে, আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় গিয়ে নিজের ইস্তফা দেন। বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজই তিনি দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিতে পারেন বলে সুত্রের খবর।
অনেকদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে কলকাতা অচল করে দেবেন বলেছিলেন। এরপর তিনি আচমকাই রাজ্যের মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন। উনি মন্ত্রীত্ব ছেড়েছিলেন ঠিকই, কিন্তু বিধায়ক পদ আর তৃণমূলের সদস্যতা ছাড়েন নি। কিন্তু আজ ষোলকলা পূর্ণ করে এই দুটি পদও ছাড়তে চলেছেন তিনি।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আমরা দাদা অনুগামী নামে কলকাতার বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল। তখন থেকেই ওনাকে নিয়ে চলছিল নানান জল্পনা। আর তিনি পদত্যাগ করে সেই জল্পনা আরও বাড়িয়ে দেন। সুত্রের খবর অনুযায়ী, ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।