ফুসফুসে সংক্রমণ! অক্সিজেন সাপোর্টে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! কী বলছেন চিকিৎসকরা?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। বিগত কয়েকদিন ধরে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবার প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়েই সামনে আসছে নয়া আপডেট (Health Update)।

পার্থকে (Partha Chatterjee) নিয়ে কী বলছেন চিকিৎসকরা?

সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। এরপর আদালতের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আর্জি জানান তিনি। সেই অনুযায়ী গত মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রাক্তন মন্ত্রীকে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন পার্থ।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এখনও অক্সিজেন সাপোর্টেই (Oxygen Support) রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। তাঁর সিটি স্ক্যান এখনও হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পার্থর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুনঃ Budget 2025: ‘২ কোটি অবধি…’! মহিলাদের জন্য বড় সুখবর! বাজেটেই বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

হাসপাতাল সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর শরীরে ‘কার্ডিয়াক ফেলিওরে’র লক্ষণ দেখা দিয়েছে। সেই কারণে তাঁকে এখনও অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, বিপদ পুরোপুরি কাটেনি। কার্ডিওলজিস্ট অনুপ খৈতান এই মুহূর্তে পার্থর চিকিৎসা করছেন।

partha chatterjee

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র উদ্ধৃত করে আরও দাবি করা হয়েছে, প্রাক্তন মন্ত্রীর ফুসফুসে সংক্রমণ রয়েছে। সেই সঙ্গেই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও তুলনামূলক বেশি। এর আগে রক্তাল্পতার সমস্যা নিয়ে এসএসকেএমে (SSKM Hospital) ভর্তি হয়েছিলেন পার্থ। বর্তমানে তাঁর ডায়ালিসিসের দরকার আছে কিনা সেই বিষয়ে ভাবনাচিন্তা করছেন মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চিকিৎসার জন্য ৩ সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। সেই টিমে চিকিৎসক সৌরেন পাঁজা, কার্ডিওলজিস্ট অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট প্রতীক দাস রয়েছেন। ডাক্তার পাঁজার নেতৃত্বে এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসা চলছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর