বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে বিশ্বকাপের মহাযুদ্ধ। স্বাভাবিকভাবেই এখন সেনানীদের নিয়ে প্রস্তুত সমস্ত দেশ। চলছে শেষ মুহূর্তের রণনীতি সাজানো। বিশ্বকাপে ‘গ্রুপ বি’-এ থাকা ভারতের প্রথম লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। এই ম্যাচ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে দুই দেশের সমর্থকদের মধ্যেই। রাজনৈতিক চাপানউতোরের কারণে এই মুহূর্তে কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত এবং পাকিস্তান, তাই আইসিসি টুর্নামেন্টে তাদের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন সকলেই।
এবারও আরব আমিরশাহীতে লড়াই যে জমজমাট হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই এই মহা মোকাবিলা নিয়ে বয়ান দিতে শুরু করেছেন দুই দেশের খেলোয়াড়রা। এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ। জানিয়ে রাখি, মাহমুদ এগিয়ে রেখেছেন ভারতকেই। যদিও আব্দুল রাজ্জাক সহ অনেকের মতে আরব আমিরশাহীতে খেলা হওয়ায় পাকিস্তান অনেকটাই এগিয়ে থাকবে। পাক অধিনায়ক বাবর আজমের মতও এমনটাই। তিনি পরিষ্কার জানিয়ে ছিলেন, আরব আমিরশাহী তাদের হোম গ্রাউন্ডের মত, তাই এখানে অবশ্যই এগিয়ে থাকবেন তারা।
তবে পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ অবশ্য এমনটা মনে করেন না। তিনি জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে আরব আমিরশাহীতে আইপিএল খেলছেন ভারতীয় খেলোয়াড়রা। এমন পরিস্থিতিতে, তারা বড় ম্যাচে কন্ডিশন এবং চাপ সামলানোর ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে অনেক বেশি লাভ পাবেন।” যদিও তিনি এও জানিয়েছেন, তার আশা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স উপহার দেবে। শুধু তাই নয়, পাকিস্তান বিশ্বকাপ জেতার দাবিদার বলেও মনে করেন তিনি।
এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, পাকিস্তানি খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। সেই অভিজ্ঞতা ম্যাচের ক্ষেত্রে কাজে আসবে। আজাহারের মতে, পাকিস্তান এই টুর্নামেন্টে জেতার যথেষ্ট বড় দাবিদার। যদিও জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ওয়ানডে বিশ্বকাপে কোন ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এমনকি ২০০৯ সালে তারা ট্রফি দখল করেছিল ঠিকই, কিন্তু সেবারও ভারতের বিরুদ্ধে কোন ম্যাচ জিততে পারেনি তারা।