বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলে এই মুহূর্তে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম হলো রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং যুজবেন্দ্র চাহাল (Yuzi Chahal)। একজন তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের (Team India) একজন সম্পদ। অপরজন সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠার ক্ষমতা রাখেন দুজনেই।
কিন্তু তাদের সম্পর্কে সম্প্রতি অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুর রহমান। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন বাঁ-হাতি স্পিনার এই দুই ক্রিকেটার কে নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন তা শুনে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী তাকে কটু কথা শোনাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত নিজেরা কেরিয়ারে পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৬১ টি ম্যাচ খেলে ১৪০ উইকেট নিয়েছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাদেজা এবং চাহালকে নিয়ে মন্তব্য করেছেন রহমান। তিনি যে আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন সেখানকার সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেছিলেন তার দেখা সবচেয়ে খারাপ ভারতীয় স্পিনার কে? প্রাথমিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন প্রাক্তন পাক ক্রিকেটার। কিন্তু তারপর সঞ্চালক জোর করলে এই দুই ভারতীয় ক্রিকেটারের নাম নিয়েছেন তিনি।
আব্দুর রহমান বলেছেন, “যাদের যারা যখন প্রথম ভারতীয় দলে এলো তখন ও অত্যন্ত খারাপ বোলার ছিল। ধোনি ওকে তৈরি করেছে নিজের হাতে। ধোনির পরামর্শ মেনেই ও পরে বিশ্বের ১ নম্বর বোলার হতে পেরেছে।” তিনি এমন বললেও ভারতের জার্সিতে ২৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৯৯ উইকেট নেওয়া জাদেজা একজন খারাপ বলেছিলেন এমনটা মেনে নিতে প্রস্তুত নন ভারতীয় সমর্থকরা।
চাহালের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আব্দুর রহমান বলছেন, “চাহাল খুবই নিম্নমানের বোলার। আপনি তার বলে সহজেই বড় শট খেলতে পারবেন। ওর বলে কোনও জোর নেই আর বল খুব বেশি স্পিনও করে না। ও কখনোই লম্বা রেসের ঘোড়া নয়।” চাহাল ভারতের হয়ে কেবলমাত্র সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। আর ওই দুই ফরমেটে ১৫৭ ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ২১২ টি উইকেট।