বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ (Md Siraj)। তিনি এই মুহূর্তে যেমন বোলিং করছেন, তার ভিত্তিতে খুব কম বোলারই তার সঙ্গে এখন তুলনীয়। ভারতীয় দল (Team India) ২০২৩ সালের প্রথম মাসেই দুটি ওডিআই সিরিজ খেলে ফেলেছে। ওই দুটি সিরিজে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচবার মাঠে নেমেছিলেন সিরাজ। ওই পাঁচ ম্যাচে তিনি মোট ১৪ উইকেট নিয়েছেন।
নিজের এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন ভারতীয় পেসার। ২০১৯ সালে ওডিআই ফরম্যাটে বোলার হিসাবে তার র্যাঙ্কিং ছিল ২৬৩। তখন প্রায় প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করতেন যে সীমিত ওভারের ক্রিকেটে তার কোন ভবিষ্যৎ নেই। কিন্তু তাদের সকলকে ভুল প্রমাণ করে ২০২৩ সালের শুরুতে ওডিআই র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছেন হায়দরাবাদের পেসার। পেছনে ফেলে দিয়েছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্কের মত বিশ্বসেরা ফাস্ট বোলারদের।
এবার তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার সালমান বাট। নিজের ইউটিউব চ্যানেলে সিরাজকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ‘ও অসাধারণ ফর্মে রয়েছে এবং ধারাবাহিক সাফল্য পাচ্ছে। ওর আগ্রাসী মানসিকতাটা যে কোন ফরম্যাটে ভারতীয় দলের কাছে একটি সম্পদ। শুধুমাত্র একটি জায়গা আছে যেখানে ওকে উন্নতি করতে হবে আর সেটা হল ফিল্ডিং। তাহলেই ও অপরিহার্য হয়ে উঠবে।’
বছরের শুরুতেই ১৪ টি উইকেটে নিয়ে বিশ্বকাপের দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন সিরাজ এমনটাই মনে করছেন অনেকে। চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেখানে বুমরার সাথে জুটি পেতে তিনি ভারতীয় দলকে সাফল্য এনে দেবেন এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
সিরাজ্জ শুধু উইকেট নিচ্ছেন এমনটা নয়। উইকেট নেওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত কৃপণ বোলিংও করছেন। পরিসংখ্যান বলছে যে ২০১৯ সালের পর থেকে ভারতীয় দলে তার চেয়ে বেশি মেডেন ওভার কেউ বল করেনি। সেই সঙ্গে নতুন বল হাতে পাওয়ার প্লে-তে উইকেটে নেওয়াটা নিজের অভ্যাসে পরিণত করে ফেলেছেন তারকা পেসার। তিনি সুস্থ থাকলে রোহিত শর্মাকে তার ওপর নির্ভর করতেই হবে।