বাংলাদেশের হারে শোকে কাতর পাক কিংবদন্তি! টুইট করে জানালেন ভারতের জয়ের আসল কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে হারাতে পেরেছে ভারত। বাংলাদেশের কাছ থেকে এতটা বিপদ প্রত্যাশা করেননি অনেক ভারতীয় সমর্থকই। অ্যাডিলেটের ব্যাটিং বান্ধব পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত তাদেরকে হার মানতে হয়েছে কেবলমাত্র পাঁচ রানের ব্যবধানে।

আজ টসেও জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টসে যেতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দ্রুত ড্রেসিংরুমে ফেরত পাঠাতে পারলেও লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে নিয়ে ভালোই সমস্যায় পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। মূলত এই দুজনের ইনিংসের ওপর ভিত্তি করেই ১৮৪ রানের স্কোর খাড়া করতে পেরেছিল ভারতীয় দল।

তারপরে রান তারা করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু বৃষ্টির পর ব্যাট করতে নেমে একবার পা পিছলে পড়েন তিনি। তারপরের বলেই রান আউট হয়ে তিনি ফিরলে আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে বাংলাদেশ। তাও শেষ থেকে কিছুটা চেষ্টা করেছিলেন তাসকিন আহমেদ এবং নুরুল হাসান। কিন্তু সেটা জেতার জন্যই যথেষ্ট ছিল না। তাদের এই হারের পর খুবই কষ্ট পেয়েছেন প্রাক্তন কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

আর পাঁচ জন পাকিস্তানের সমর্থকের মতই তিনিও আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট করছিলেন। এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হত। কিন্তু তেমনটা না হওয়ায় শোয়েব সহ সকল পাকিস্তানি ক্রিকেট ভক্তরাই খুবই দুঃখিত।

ম্যাচ শেষ হবার পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকউন্ট থেকে বাংলাদেশ দলের লড়াইকে কুর্নিশ জানিয়ে একটি পোস্ট করেছেন শোয়েব আখতার। সেই সঙ্গে বাংলাদেশের হারের কারণ ও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি তার পোস্টে লিখেছেন, “খুবই উদ্দীপিত পারফরম্যান্স করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আমার মনে হয় বৃষ্টি তাদের ছন্দ নষ্ট করে দিয়েছিল। ভারত অসাধারণভাবে ম্যাচে প্রত্যাবর্তন করেছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর