“ভারত কিন্তু এখনও….”, কোহলির জন্মদিনে রোহিতের ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team) আজ বিশ্বকাপের (2023 ODI World Cup) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) মাঠে নামছে। আর আজ হচ্ছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই প্রজন্মের সেরা ভারতীয় ব্যাটারের কাছ থেকে একটা অভাবনীয় ইনিংসের প্রত্যাশায় থাকবেন ৬৭,০০০ দর্শক।

তবে প্রতিপক্ষ যেহেতু দক্ষিণ আফ্রিকা, তাই নিশ্চিন্ত থাকার থাকার কোন উপায় নেই। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দল কেবলমাত্র একটি ম্যাচ হেরেছিল আর সেই হারটা ছিল এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। তবে তারপর ১২ বছরে দুই দলেই আমূল পরিবর্তন ঘটেছে। তবে চলতি বিশ্বকাপের অভাবনীয় ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়ার কোনও উপায় নেই।

   

de kock rohit keshav

২০১১ সালে ভারতের মাটিতে ভারতীয় দলকে হারানো দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক স্মিথ রোহিতদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে চলতি টুর্নামেন্টে এখনো ভারতীয় দলকে কেউ চেপে ধরতে পারেনি। ভারতীয় দল বিপদে পড়লে কতটা অবধি যেতে পারে সেই পরীক্ষা এখনো অবধি হয়নি। আর ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা আজ সেই পরীক্ষা নিতে চলেছে ভারতীয় দলের।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার জন্য মরণ ফাঁদ প্রস্তুত করছেন রোহিত! এই একটি চালেই কাত হবে প্রোটিয়ারা

তিনি যে খুব একটা ভুল বলেছেন এমন নয়। চলতি টুর্নামেন্টের ভারতীয় দলের অভাবনীয় পারফরম্যান্সের একটা মূল কারণ হলো ভারতের বোলাররা। ইনিংসের শুরুর দিকে বুমরা এসে এতটাই কৃপণ এবং চাপা বোলিং করছেন যে কোনও দলের পক্ষে প্রবল আগ্রাসী ব্যাটিং করা অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশ এবং পাকিস্তান কিছুটা চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। শামি আসার পর থেকে ভারতীয় বোলিংয়ের গভীরতা কয়েকগুন বেড়ে গিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার হাতেও এমন কিছু ব্যাটার রয়েছে যারা যে কোনও পিচে যে কোনও বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করতে সক্ষম।

আরও পড়ুন: জানতাম বৃষ্টি জেতাবে! ৪০১ রান বিলিয়েও ফখরের ব্যাটের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে মন্তব্য বাবরের

অপরদিকে বিরাট কোহলি বা রোহিত শর্মার মধ্যে কোনও এক মহাতারকা বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচের ভারতীয় ব্যাটিংকে রক্ষা করেছেন। তারা দুজনে এখনো অবধি একসাথে ব্যর্থ হননি এই বিশ্বকাপে। কিন্তু দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে মার্কো জেন্সনের মতো বাঁ-হাতি ফাস্ট বোলার যিনি রোহিত বা কোহলির ভালো পরীক্ষা নিতে পারেন। কোনভাবে যদি কবুল ও রোহিতকে দ্রুত ড্রেসিংরুমে ফেরাতে পারে দক্ষিণ আফ্রিকা তাহলে ভারতীয় দল যে প্রবল চাপে পড়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের উপর দায়িত্ব অনেকটা বেড়ে যাবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর