পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণা করলেন এই নেতা

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে রাজ্যে অনেকদিন ধরেই জলঘোলা চলছে। তবে তিনি এখনো ওনার পরবর্তী পদক্ষেপ নেননি। তিনি মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেও এখনো তিনি তৃণমূলের (All India Trinamool Congress) বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নি। তবে অমিত শাহয়ের আগামী রাজ্য সফরে উনি বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন বলে সুত্রের খবর। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা ওনাকে নিয়ে গোটা রাজ্য জুড়ে একের পর এক পোস্টার লাগিয়েই চলেছেন।

শুভেন্দু অধিকারীর অনুগামীদের মধ্যে অন্যতম হলেন র্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কণিষ্ক পণ্ডা। আর বেশ কিছুদিন ধরে তিনি শুভেন্দু অধিকারীর সমর্থন করে নানান দলবিরোধী মন্তব্য করেছেন। আর এই কারণে এবার ওনাকে দল থেকে বহিষ্কৃতও করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি গতকাল একটি মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলেই খবর।

kanishka

দল থেকে বহিষ্কৃত হওয়ার পর আবারও বিস্ফোরক মন্তব্য করেন কণিষ্ক পণ্ডা। তিনি বলেন, ‘রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী মেদিনীপুরের ছেলেই হবে।” উনি বলেন, এখন কেউ শুভেন্দুর কথা শুনছে না। অপেক্ষা করুন, আগামী দিনে যখন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, সেদিন সবাই ওনার কথা শুনবে।

কণিষ্ক পণ্ডা বলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে রাজ্যের শিল্প, সংস্কৃতি আলাদা মাত্রা পাবে। রাজ্যের কৃষি কাজে উন্নয়ন হবে আর যুবকদের সমস্ত আশা পূরণ হবে। তিনি বলেন, দিদির সব কিছুই ঢপ, ওনার স্বাস্থ্যসাথীও ঢপ। বাংলার মানুষ এখন আর দিদিকে চায়না। বাংলার মানুষ শুভেন্দুকেই চায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর