বাংলা হান্ট ডেস্কঃ বাংলার নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সম্প্রতি নাম জড়িয়েছে তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায়ের (Shantanu Banerjee)। কেলেঙ্কারি ইস্যুতে ইডির (ED) হাতে ধরা পড়ার পরই নামে-বেনামে তার এবং তার স্ত্রীর নামে একাধিক সম্পত্তির (Wealth) হদিস মিলেছে। নিত্যদিন সেই তালিকা ক্রমশ্যই বড় হচ্ছে। ইডির সূত্রে দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি করে বসে রয়েছেন এই শান্তনু। রয়েছে একাধিক বাড়ি, রেস্তরাঁ, বিলাসবহুল বাগানবাড়ির পাশাপাশি হোমস্টেও।
ঠিক কত সম্পত্তি রয়েছে শান্তনুর? প্রসঙ্গত, শান্তনুকে হেফাজতে চেয়ে যে রিমান্ড কপি ইডির তদন্তকারী আধিকারিকরা আদালতে পেশ করেছিল তাতে নেতার রেস্তরাঁ এবং অংশীদারি সংস্থার উল্লেখ রয়েছে। তবে তদন্ত যতই বেগ নিচ্ছে ততই সামনে আসছে নেতার আরও সম্পত্তি। ইডির দাবি, এখনও পর্যন্ত শান্তনুর যে পরিমান সম্পত্তি সামনে এসেছে তার থেকে কয়েক গুণ অধিক সম্পত্তির মালিক বিদ্যুৎ দফতরের সাধারণ কর্মী শান্তনু।
ইডি সূত্রে খবর, জিরাটে ‘দ্য স্পুন নামে’ একটি রেস্তরাঁ রয়েছে। পাশাপাশি সেই ধাবার বিপরীতে অসম লিঙ্ক রোডের পাশে ‘ইচ্ছে ডানা’ নামে একটি হোম স্টেও রয়েছে অভিযুক্তর। এছাড়া রয়েছে বলাগড় চাঁদড়ায় গঙ্গার পারে বিশাল রিসর্ট। ইতিমধ্যেই সেই রিসর্টেও তল্লাশি চালিয়েছে ইডি। সেখান থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে ডিরেক্টরেট সূত্রে খবর।
পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই খবর, বলাগড় স্টেশন এলাকায় কয়েকটি প্লট রয়েছে শান্তনুর। চুঁচুড়া জগুদাস পাড়ায় বহুতল আবাসনে দু’টি ১৭০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে তার, যার বাজারদর প্রায় ৫০-৫৫ লক্ষ টাকা। ব্যান্ডেল বালির মোড় এলাকায় চার কাঠা জমির উপর ৩০ লক্ষ টাকার একটি দোতলা বাড়ি রয়েছে তার। ৮৪ লক্ষ টাকা ব্যয়ে চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাট এলাকায় প্রোমোটিং করার জন্য একটি দোতলা বাড়ি এবং দু’কাঠা জমিও কিনেছিলেন শান্তনু।
অন্যদিকে, স্ত্রী প্রিয়াঙ্কার নামে অংশীদারিত্বে ছেলের নামে ‘ইভান কনট্রেড সংস্থা’ খোলা রয়েছে শান্তনুর।
চন্দননগর বড় বাজারে ১,৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে শান্তনুর। যার পুরো টাকা এখনও দেননি তিনি। হাওড়া মুন্সিরহাটে বহুতল নির্মাণেও বিনিয়োগ রয়েছে তার। বলাগড়ের বারুইপাড়ায় পৈতৃক দোতলা বাড়ি রয়েছে শান্তনুর। পাশাপাশি প্রাক্তন নেতার স্ত্রী ‘ক্যানভাস’ নামে একটি বুটিক চালান বলে সূত্রের খবর। যদিও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার দাবি, স্বামীর যে এত সম্পত্তি রয়েছে, তা জানতেন না।