তৃণমূল জমানার OBC সার্টিফিকেট বাতিলের দায় বুদ্ধবাবুর? তোলপাড় করা দাবি উপেন বিশ্বাসের

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ২০১২ সালে ওবিসি সম্বন্ধিত বিধি বাতিল করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ওই বিধি অনুসারে দেওয়া সকল সার্টিফিকেটও বাতিলের রায় দিয়েছে উচ্চ আদালত। যে কারণে এক ধাক্কায় প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে বলে খবর। এবার এই নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) কাঠগড়ায় তুললেন উপেন বিশ্বাস (Upen Biswas)।

২০১২ সালে ওবিসি সম্বন্ধিত একটি বিধি (OBC Reservation) তৈরি করে তৃণমূল কংগ্রেস সরকার (TMC Government)। সেই সময় রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রী ছিলেন উপেন। তাঁর হাতেই তালিকা তৈরি হয়। এবার সেই তালিকা প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দুষলেন তিনি!

   

আসলে ২০১২ সালে তৃণমূল আমলে ওবিসি সম্বন্ধিত আইন পাশ হলেও, দু’বছর আগে বাম জমানায় এই বিষয়ক একটি রিপোর্ট তৈরি হয়। সেখানেই ৪১টি মুসলিম সম্প্রদায় সহ মোট ৪২টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়। রাজ্যের তৎকালীন অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রীর কথায়, সেই পদক্ষেপ ঠিক ছিল না।

আরও পড়ুনঃ ভোটের আগেই চাপে তৃণমূল! নন্দীগ্রামে BJP কর্মী খুনের ঘটনায় নাম জড়াল শাসকদলের এই নেতার

ওবিসি সার্টিফিকেট নিয়ে হাই কোর্ট রায় ঘোষণার পর জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে উপেন বলেন, ‘বুদ্ধবাবু লিখিতভাবে বলেছিলেন, মুসলিমদের আমি সংরক্ষণ দিচ্ছি। আরও দিতে হবে। এই বিষয়টাই সংবিধান বিরোধী। সেখানে কোথাও জাতির ভিত্তির সংরক্ষণ দেওয়ার কথা বলা নেই। বর্তমানে প্রধানমন্ত্রীও জাতির ভিত্তিতে সংরক্ষণ না দেওয়ার কথা বলছেন’।

Calcutta High Court cancels all OBC certificates of West Bengal after 2010

উপেনের সংযোজন, ‘এই অবস্থার যদি কাউকে কাঠগড়ায় তুলতে হয় তাহলে তিনি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য’। পাশাপাশি তিনি আরও বলেন, বাম জমানায় এই নিয়ে কোনও আইন বানানো হয়নি। সেটা প্রশাসনিক আদেশ ছিল। উল্লেখ্য, দেশের প্রথমবার মুসলিমদের ওবিসির অন্তর্গত করেছিল বামেরাই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর