চলমান সিঁড়িতে উল্টো দিক থেকে উঠতে গিয়ে বিপদ, ভাইরাল ভিডিও পোস্ট করে কোভিড সচেতনতার উদাহরণ

বাংলাহান্ট ডেস্কঃ ভাইরাল ভিডিও (viral video) আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। কর্মব্যস্ততার মাঝে স্যোশাল মিডিয়া খুলেই আগে চোখ যায়, নানা ধরণের মজাদার ভিডিওর দিকে। আর যদি কোন ভিডিও একবার মনে ধরে নেটিজনদের, সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না।

সম্প্রতি দিনে ভারতে আবারও করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ডসীমা পার করে যাচ্ছে। এই অবস্থাতেই অনেকেই মাস্কহীন, অসতর্কভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর মানুষের এই অসতর্কতার কারণেই দিনে দিনে লাগামহীন ভাবে বেড়েই চলেছে করোনার দ্বিতীয় ঢেউ।

এই করোনাকে উদ্দেশ্য করেই IFS সুশান্ত নন্দ স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। আগে দেখে নিন সেই ভিডিও-

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ব্যক্তি এসকেলেটর চড়ে উপরের দিকে যাচ্ছেন। কিন্তু তিনি নামার এসকেলেটর ব্যবহার করে সাধারণ সিঁড়িতে চড়ার মত করেই উপরের দিকে উঠছেন। এইভাবে উঠতে উঠতে অসাবধানবশত তিনি পড়ে যান। যার ফলে চলন্ত সিঁড়ি নিজের গতিতে এগিয়ে গেলেও, মানুষটি আবারও খানিকটা পিছিয়ে যান। সঙ্গে সঙ্গে আবারও উঠে সামনের দিকে এগোতে শুরু করেন ওই ব্যক্তি।

এই ভিডিওটি নিছক মজাদার হলেও, এর মধ্য দিয়েই একটি কঠিন অর্থ বোঝাতে চেয়ছেন IFS সুশান্ত নন্দ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Fight against COVID’। অর্থাৎ করোনার বিরুদ্ধে অনেক কষ্টে রুখে দাঁড়ালেও, আবারও আমাদের অসচেতনতায় আমরা আবারও করোনার কাছে হার মেনে যাচ্ছি। আবারও উর্দ্ধমুখী হচ্ছে করোনা সংক্রমণ। স্যোশাল মিডিয়ায় এই শিক্ষামূলক ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকহারে।


Smita Hari

সম্পর্কিত খবর