বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় ঐতিহাসিক নিদর্শনের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা। জানা গিয়েছে, এবার ইতালির (Italy) সিয়েনা প্রদেশের টাস্কানি অঞ্চল থেকে জলে ভালোভাবে সংরক্ষিত অবস্থায় ব্রোঞ্জের দুই ডজনেরও বেশি গ্রিক-রোমান দেবতার সন্ধান পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই মূর্তিগুলি ২,০০০ বছরেরও বেশি পুরোনো। এমতাবস্থায়, খননে পাওয়া এইসব মূর্তিকে বিরাট আবিষ্কার হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য যে, টাস্কানি অঞ্চলটি রোমের উত্তরে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকরা ২০১৯ সাল থেকে এই এলাকার একটি প্রাচীন স্নানাগারের ধ্বংসাবশেষকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। এমতাবস্থায়, সিয়েনার ইউনিভার্সিটি ফর ফরেনার্সের সহকারী অধ্যাপক জ্যাকোপো তাবোলি এই খনন কাজটি কোঅর্ডিনেট করছেন। তিনি জানিয়েছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ আবিষ্কার।
পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের একজন শীর্ষ কর্মকর্তা ম্যাসিমো ওসানা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারকে প্রাচীন ভূমধ্যসাগরের ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার হিসাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ওসানা রিয়াস ব্রোঞ্জ আবিষ্কারের পর এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধান বলেও অভিহিত করেছেন তিনি । সেই সময়ে অর্থাৎ, ১৯৭২ সালে, ইতালির একটি সমুদ্র সৈকত থেকে প্রাচীন গ্রিক যোদ্ধা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সন্ধান পাওয়া যায়।
এদিকে, তাবোলি বলেছেন হাইজিয়া, অ্যাপোলো এবং অন্যান্য গ্রিক-রোমান দেবতার এই মূর্তিগুলি আগে মন্দিরগুলিতে সজ্জিত ছিল। কিন্তু সম্ভবত, প্রথম শতাব্দীতে এই মূর্তিগুলিকে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠানে গরম জলে নিমজ্জিত করা হয়েছিল। পাশাপাশি, তিনি আরও বলেন ওই মূর্তিগুলিকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল কারণ মনে করা হয়েছিল যে সেগুলিকে নিমজ্জিত করলে জল থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে।
এছাড়াও, সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এগুলি টাস্কানিতে একটা বড় পরিবর্তনের সময় থেকে ছিল। কারণ ওই সময়ে ইট্রুস্কান শাসনের পতন ঘটছিল এবং রোমান শাসন শুরু হয়েছিল। তবে তাবোলির মতে, এইসব মূর্তি প্রায় ৬ হাজার ব্রোঞ্জ, রুপো ও স্বর্ণমুদ্রায় আবৃত ছিল। সান ক্যাসিয়ানোর নোংরা গরম জল এগুলির সংরক্ষণে বড় ভূমিকা পালন করেছে বলেও মনে করেছেন তিনি। পাশাপাশি, প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন যে, তাদের দল মোট ২৪ টি বড় মূর্তি খুঁজে পেয়েছেন। এছাড়াও, ব্রোঞ্জের তৈরি আরও অনেক ছোট ছোট মূর্তির সন্ধান পাওয়া গেছে বলেও জানা গিয়েছে।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর