স্টাইলিশ লুক, সাথে দুর্ধর্ষ ফিচার্স! বাজারে ঝড় তুলেছে এই 5 ইলেকট্রিক বাইক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাইকের চাহিদা। বিপুল পরিমাণ চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে একের পর এক দুর্দান্ত মডেলের বাইক নিয়ে হাজির হচ্ছে একাধিক সংস্থা। এমনকি গত কয়েকবছরে ইলেকট্রিক বাইকের (Electric Bike) চাহিদাও বেড়েছে তরতরিয়ে। তবে অসংখ্য মডেলের মধ্যে কোন ইলেকট্রিক বাইকটি (Electric Bike) আপনার জন্য সবথেকে সেরা সেটা কি জানেন? আপনিও যদি নতুন ইলেকট্রিক বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে মন দিয়ে পড়ে ফেলুন আজকের প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা আলোচনা করেছি দেশের সেরা সাশ্রয়ী 5টি ইলেকট্রিক বাইক (Electric Bike) নিয়ে।

দুর্দান্ত 5টি ইলেকট্রিক বাইক (Electric Bike)

Revolt RV1 : 2টি ব্যাটারি ভ্যারিয়েন্ট এবং 4টি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যায় রিভোল্ট মোটরের এই ইলেকট্রিক বাইক। 2.2 কিলোওয়াট/ঘণ্টা ও 3.24 কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই বাইকটি। ভ্যারিয়েন্ট পরিবর্তনের সাথে সাথে বদলে আসে দামেও। এই বাইকগুলির এক্স-শোরুম মূল্য 91,317 টাকা, 94,368 টাকা 1,06,571 টাকা ও 1,09,622 টাকা।

আরও পড়ুন : আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা! রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট! জোর শোরগোল

Oben Rorr EZ : ইকো, স্পোর্ট এবং হাইপার- এই 3টি রাইডিং মোডযুক্ত ওবেন ইলেকট্রিকের এই মডেলটি রীতিমতো নজরকাড়া। 2.6 কিলোওয়াট/ঘণ্টা, 3.4 কিলোওয়াট/ঘণ্টা ও 4.4 কিলোওয়াট/ঘণ্টা -এই তিনটি ব্যাটারি প্যাকে লঞ্চ করা হয়েছে এই বাইক। 2.6 কিলোওয়াট ব্যাটারি মডেলের দাম 1,00,112 টাকা (এক্স-শোরুম), 3.4 কিলোওয়াট ব্যাটারি মডেলের এক্স-শোরুম মূল্য 1,20,468 টাকা ও 4.4 কিলোওয়াট ব্যাটারি মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 1,30,646 টাকা (এক্স-শোরুম)।

Ola Roadster : দামে কম মানে ভালো এই বাইকটির মার্কেটে চাহিদা তুঙ্গে। 3.5 কিলোওয়াট/ ঘণ্টা, 4.5 কিলোওয়াট/ ঘণ্টা ও 6 কিলোওয়াট / ঘণ্টা ব্যাটারির ভ্যারিয়েন্ট মিলছে Ola Roadster বাইকটির। 3.5 কিলোওয়াট ব্যাটারি মডেলের দাম 1,05,379 টাকা, 4.5 কিলোওয়াট ব্যাটারিসহ বাইকটির মূল্য 1,20,646 টাকা। অন্যদিকে, 6 কিলোওয়াট ব্যাটারিসহ মডেলটি কিনতে হলে খরচ হবে 1,41,002 টাকা।

Excellent 5 Electric bike model.

Ola Roadster X : মোড ইকো, নরমাল এবং স্পোর্টস- এই 3টি রাইডিং মোডে উপলব্ধ Ola Roadster X। 2.5 কিলোওয়াট ব্যাটারি মডেলের এই বৈদ্যুতিক বাইকের দাম 1,00,706 টাকা (এক্স-শোরুম)। এছাড়াও, 3.5 কিলোওয়াট ব্যাটারিসহ  বৈদ্যুতিক বাইকটির এক্স-শোরুম মূল্য 1,10,997 টাকা ও 4.5 কিলোওয়াট ব্যাটারি মডেলের বৈদ্যুতিক বাইকটি কিনতে হলে আপনাকে দিতে হবে 1,21,287 টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন : মহাকাশে এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারত! সবাইকে চমকে দিয়ে ISRO যা করল…..জানলে হবে গর্ব

Revolt RV BlazeX : বেশ সাশ্রয়ী এই বাইকটি রীতিমতো মার্কেট কাঁপাচ্ছে। 3.24 কিলোওয়াট/ঘণ্টা পোর্টেবল ব্যাটারি দেবে ফুল চার্জে 150 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। ইকো, সিটি এবং স্পোর্ট – 3টি রাইডিং মোড আছে এই বাইকটির। স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি 85 কিমি/ঘণ্টা। 1,11,456 টাকা থেকে শুরু হচ্ছে এই বাইকের দাম।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X