বাবা সেনাকর্মী, ছেলে মাধ্যমিকে নবম হয়ে পণ করল দেশ সেবা করার

বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হয়েছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) ফল। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ বেলা দশটায় প্রকাশ করেন মাধ্যমিকের মেধা তালিকা। মেধা তালিকায় জয়জয়কার হয়েছে জেলার। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। এসবের মধ্যে নজর কেড়ে নিয়েছে কাকদ্বীপের প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক পরীক্ষার্থী অভীক আদক।

বামন নগর সুবালা হাই স্কুলের ছাত্র অভীক এবারের মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় নবম স্থানে রয়েছেন। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৪। অভীকের এই সাফল্যের কথা ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই এলাকায় মানুষ অত্যন্ত খুশি। অভীকের বাবা অমল কুমার আদক রয়েছেন সেনাবাহিনীতে। বাবার থেকে অনুপ্রাণিত হয়ে অভীক ভবিষ্যতে নিজেকে নিয়োজিত করতে চায় দেশের সেবায়।

ভবিষ্যতে আইআইটিতে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে অভীকের। প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করে দেশের জন্য অবদান রাখতে চায় সে। স্থানীয়রা জানিয়েছেন অভীক পড়াশোনায় মেধাবী হলেও সবার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে। মাধ্যমিকে নজরকারা সাফল্যের পর অভীক দেখা করতে যায় তার বন্ধুদের সাথে। অভীকের সাথে দেখা করতে আসেন কাকদ্বীপের (Kakdwip) বিধায়ক মন্টুরাম পাখিরা।

Avik

মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে অভীককে অভিনন্দন জানান তিনি। অভীকের স্কুলের প্রধান শিক্ষক বলদেব বেরা জানিয়েছেন, পড়াশোনায় বরাবরই অত্যন্ত ভালো অভীক। তবে এত বড় সাফল্য আসবে তা তিনি ভাবতে পারেননি। অভীক স্কুলের বাইরে অন্য কোথাও টিউশনি পড়তে যেত না। অভীক জানিয়েছে স্কুলের শিক্ষকদের স্পেশাল কোচিং এ সে নিয়মিত অংশ নিত। স্কুলের শিক্ষকদের সহায়তায় সে আজ সাফল্যের সিঁড়ি ছুঁতে পেরেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর