বাংলাহান্ট ডেস্ক : দেশের অটোমোবাইল সেক্টরে হিরো অন্যতম প্রসিদ্ধ একটি সংস্থা। নতুন প্রজন্মের কথা ভেবে হিরো নিয়ে এসেছে একাধিক স্কুটার (Scooter) ও বাইকের মডেল। এই টু হুইলারগুলিতে থাকছে অ্যালয় হুইল, ডিজিটাল কনসোল, ডিস্ক ব্রেকের মতো একাধিক স্মার্ট ফিচার। Hero Xoom 110 তেমনই সাড়া ফেলে দেওয়া একটি মডেল।
তবে আপনারা জানেন মাত্র 4271 টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে আসতে পারেন Hero Xoom 110 স্কুটারটি? চলুন জেনে নেওয়া যাক এই ব্যাপারে। Hero Xoom 110 স্কুটারের অন রোড মূল্য 85435 টাকা। টপ মডেলটির দাম 94821 টাকা। এই স্কুটারে ফ্রন্টে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে সিঙ্গেল Shock Absorber সাসপেনশন (Suspension) দেওয়া হয়েছে আরামদায়ক যাত্রার জন্য।
আরোও পড়ুন : এই কাজ না করলেই বন্ধ হবে গ্যাসের ভর্তুকি! ১ জুন থেকে LPG গ্যাস নিয়ে চালু হচ্ছে কোন নিয়ম?
হিরো দাবি করেছে, 46.5 kmpl মাইলেজ দিতে সক্ষম এই স্কুটার। স্মার্টফোন কানেকটিভিটি, ফোন ব্যাটারি, ফুয়েল সহ একাধিক রিয়েলটাইম তথ্য প্রদান করার মতো বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে এই স্কুটারে। 110.9 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে হিরোর এই নতুন জেনারেশনের স্কুটারে। 5.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে Hero Xoom 110 মডেলটিতে।
তার সাথে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুবিধা। মাত্র 4271 টাকা ডাউন পেমেন্ট করে আপনার বাড়ি নিয়ে আসতে পারেন Hero এর Xoom 110 স্কুটারটিউ। বাকি টাকা আপনাকে মাসিক কিস্তিতে মেটাতে হবে। তিন বছরের জন্য এই লোন নিলে বার্ষিক 10 শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। সেক্ষেত্রে মাসিক কিস্তি পড়বে 2931 টাকা।