বাংলাহান্ট ডেস্ক: এক মাস আগেই ছিল বিয়ের মরশুম। হালকা শীতের সঙ্গে বিয়েবাড়ির আমেজ উপভোগ করেননি এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আর এখন বিয়ে মানেই তো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার ধুম। এই মরশুমে বেশ কয়েকটি ব্যতিক্রমী বিয়ে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কালের সঙ্গে সঙ্গে পাল্টেছে বিয়ের ধরন ধারনও। কিন্তু মন্ত্র ছাড়া কাউকে বিয়ে করতে এর আগে কখনও দেখেছেন কি?
এমনই এক ব্যতিক্রমী বাঙালি বিয়ের সাক্ষী হয়ে রইল গোটা নেটদুনিয়া। এই বিয়েতে বর-কনে পুরোহিত সবাই রয়েছে। নেই শুধু সেই চিরাচরিত মন্ত্রোচ্চারণ। পরিবর্তে রবীন্দ্রসঙ্গীত ও বাদ্যযন্ত্রের সুরের মন্ত্রে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বর-কনে। এই ব্যতিক্রমী বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বিয়ের আসরে বর রয়েছেন, কনে রয়েছেন। পুরোহিতের মতো একজনও রয়েছেন। কিন্তু তাঁর দায়িত্ব মন্ত্র পড়া নয়। বরং সুরের মন্ত্রে বেঁধে ফেলা ভাবী স্বামী-স্ত্রীকে।
বর-কনেকে ঘিরে রয়েছে নানা রকমের বাদ্যযন্ত্র। হারমোনিয়াম, তবলা প্রায় সব ধরনের বাদ্যই রয়েছে সেখানে। ব্যাকগ্রাউন্ডে সমস্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত। এই আবহেই একে অপরের জীবনের সঙ্গে বাঁধা পড়লেন তাঁরা।
‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম’ অর্থাৎ তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় আমার হোক। এই কথাটা এতদিন শুধুমাত্র মন্ত্রের মাধ্যমেই উচ্চারিত হয়েছে। কিন্তু এই বিয়েতে সেখানেও দেখা গেল ব্যতিক্রম। বর-কনে একে অপরের হৃদয়ে হাত রেখে অঙ্গীকার বদ্ধ হলেন। এই ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। এর আগেও ছকে বাঁধা বিয়ের রীতিতে পরিবর্তন ঘটানো হয়েছিল। চিরাচরিত পুরুষ পুরোহিতের পরিবর্তে মহিলা পুরোহিত এসেছেন বিয়েতে। তাঁরা কন্যাদান না করেই বিয়ে সম্পন্ন করেছেন। এবার এই ভিন্নধর্মী বিয়ে নজির হয়ে রইল।